সোমবার, ১৬ জুলাই, ২০১৮, ০৪:১৫:০৪

এমবাপেকে পেলের শুভেচ্ছা

এমবাপেকে পেলের শুভেচ্ছা

স্পোর্টস ডেস্কঃ অবেশেষে স্বপ্নপূরণ দিদিয়ে দেশম বাহিনীর। ২০ বছর আগে অধিনায়ক হিসেবে বিশ্বকাপ জিতেছিলেন। আর এবার কোচ হিসেবে আরও একবার বিশ্ব জয়ের স্বাদ পেলেন। তবে দেশম পুরো কৃতিত্বই দিচ্ছেন ফুটবলারদের। 

এক ঝাঁক তরুণ ফুটবলারকে নিয়েই বাজিমাত করেছে ফ্রান্স। দ্বিতীয় তরুণ ব্রিগেড হিসেবে বিশ্ব চ্যাম্পিয়ন হল ফরাসীরা। এই দলের গড় বয়স ২৬ বছর। ১৯৭০ সালে ব্রাজিলের যে দল চ্যাম্পিয়ন হয়েছিল, তার গড় বয়স ছিল ২৫ বছর ১০ মাস। পাশাপাশি কিলিয়ান ব্যাপে হলেন দ্বিতীয় কনিষ্ঠ ফুটবলার, যিনি বিশ্বকাপের ফাইনালে গোল পেলেন। কনিষ্ঠতম প্লেয়ার হিসেবে গোল করেছেন পেলে। ব্যাপের পারফরম্যান্সে উচ্ছ্বসিত ফুটবল স¤্রাট রবিবার টুইট করেছেন, ‘কনিষ্ঠ ফুটবলার হিসেবে গোল করার তালিকায় তোমাকে আন্তরিক ভাবে স্বাগত জানাচ্ছি। তোমার মতো ফুটবলারের সঙ্গ সব সময়ই আনন্দ দেয়’। ইংল্যান্ডের প্রাক্তন ডিফেন্ডার রিও ফার্ডিনান্ড আবার ১৯ বছরের এমবাপেকে আগামী দিনের সেরা ফুটবলার বলে ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছেন। বলেছেন, ‘ব্যালন ডি’ওর-এর মঞ্চে আমি এখন থেকেই এমবাপেকে দেখতে পাচ্ছি।’
 
বিগত দশ বছর ধরে ব্যালন ডি’ওর-এর দাবিদার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং লিওনেল মেসি-ই ছিলেন। প্রাক্তন জার্মান কোচ ক্লিন্সম্যান আবার দাবি করেছেন, ‘এমবাপে পুরো ফুটবল বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে। এই বাচ্চা ছেলেটা যে কোথায় শেষ করবে কে জানে!’’ উচ্ছ্বসিত ফরাসি কোচ দেশম বলেছেন, ‘‘অসাধারণ অনুভূতি। সবচেয়ে ভাল লাগছে দ্বিতীয় কনিষ্ঠ দল হিসেবে চ্যাম্পিয়ন হল ফ্রান্স। ব্যাপে তো ১৯ বছর বয়সেই বিশ্বকাপ জয়ের স্বাদ পেল।’ অপর দিকে গ্রিজম্যানের দাবি, ‘এখন কোন জগতে আছি বলতে পারব না। আনন্দের জোয়ারে ভাসছি। ম্যাচটা কিন্তু সহজ ছিল না। ক্রোয়েশিয়া ভাল লড়াই করেছে। তবে চ্যাম্পিয়ন আমরা।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে