সোমবার, ১৬ জুলাই, ২০১৮, ০৪:৫৯:৫৩

বিশ্বকাপ জয়ের পর আল্লাহর সন্তুষ্টির জন্য সিজদায় লুটিয়ে পরেন ফ্রান্সের দুই মুসলিম তারকা পগবা ও সিদেব

 বিশ্বকাপ জয়ের পর আল্লাহর সন্তুষ্টির জন্য সিজদায় লুটিয়ে পরেন ফ্রান্সের দুই মুসলিম তারকা পগবা ও সিদেব

স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপের পর্দা নেমেছে গতকাল ফাইনালের মাধ্যমে। ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারায় ফ্রান্স। দ্বিতীয় বারের মত ফ্রান্স বিশ্বকাপ জিতলেও ক্রোয়েশিয়ার সামনে সুযোগ ছিল প্রথমবারের মত ইতিহাস গড়ার।

বিশ্বকাপ জয়ের উদযাপনে ব্যস্ত ছিলেন ফ্রান্স তারকারা । তাদের থেকে ব্যতিক্রমি উদযাপন করেছেন ফ্রান্সের দুই মুসলিম তারকা ফুটবলার পগবা ও সিদেব। তারা  বিশ্বকাপ জয়ের পর আল্লাহর সন্তুষ্টির জন্য সিজদায় লুটিয়ে পরে যা আলোরণ সৃষ্টি করে ফুটবল বিশ্বে।

বিশ্বকাপ শুরুর কয়েকদিন আগে সৌদি আরবের মক্কায় ওমরা পালন করতে গিয়ে বিশ্বের সবচেয়ে দামী ফুটবলার পল পগবা একটি ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে শেয়ার করেছিলেন। সেখানে তিনি লিখেছিলেন, ‘আমার জীবনে দেখা সবচেয়ে সুন্দর জিনিস।’

ফ্রান্সের ফুটবল দলে কমপক্ষে সাতজন মুসলিম খেলোয়াড় খেলেছেন। যা মুসলমান বিশ্বের জন্য অনেক খুশির খবর নিঃসন্দেহে। ফ্রান্সের মুসলিম ফুটবলারদের মধ্যে আছেন, আদিল রমি, দজিব্রিল সিদেবে, বেঞ্জামিন মেন্ডি, পল পগবা, গল কান্তে, নাবিল ফকির, উসমানী ডেম্বেলে। এরা সবাই ফ্রান্সের বিশ্বকাপ ফুটবলের তালিকায় ছিলেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে