সোমবার, ১৬ জুলাই, ২০১৮, ০৫:৩৪:০০

ব্রাজিলকে হারানোর দিনই বুঝে গিয়েছিলাম ‘গোল্ডেন গ্লাভস’ আমারই

ব্রাজিলকে হারানোর দিনই বুঝে গিয়েছিলাম ‘গোল্ডেন গ্লাভস’ আমারই

স্পোর্টস ডেস্কঃ রাশিয়া বিশ্বকাপ শেষ। ফ্রান্সের শিরোপা জয়ের মধ্য দিয়ে এই ট্রুনামেন্টের ইতি ঘটেছে। আর ট্রুনামেন্টে সেরা গোলরক্ষকের পুরষ্কার গোল্ডেন গ্লাভস জিতে নিয়েছে বেলজিয়ামের গোলকিপার থিবু কোর্তোয়া।

পুরো ট্রুনামেন্টে ২৭টি সেভ করেছেন তিনি। প্রতিটি ম্যাচেই দারুন ভাবে নিজের জাল সামলেছেন তিনি। তবে তার সেরা ম্যাচটি ছিল ব্রাজিলের বিপক্ষে।

ট্রুনামেন্টের সবচেয়ে হটফেভারিট ছিল ব্রাজিল। আর তাদের ম্যাচের উপর কোটি কোটি মানুষের চোখ থাকে। আর সেই ম্যাচটিতেই দুর্দান্ত খেলে ব্রাজিলকে প্রায় একাই হারিয়েছেন কোর্তোয়া। আটটি সেভ করেছিলেন ব্রাজিলের বিপক্ষে ম্যাচেই। আর সেই ম্যাচের পরই নাকি কোর্তোয়া বুঝে গিয়েছিলেন এই বিশ্বকাপে গোল্ডেন গ্লাভস তার হাতেই উঠছে।

ট্রুনামেন্ট গোল্ডেন গ্লাভস ঠিকই উঠেছে তার হাতে। তবে তার মাঝেও সুখবর আসতে পারে তার জন্য। সেটা হলো, তার দীর্ঘদিনের ইচ্ছা রিয়াল মাদ্রিদেই দেখা যেতে পারে আগামী মৌসুমে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে