সোমবার, ১৬ জুলাই, ২০১৮, ০৬:২৭:২১

বিশ্বকাপ জিতে মাতোয়ারা ফ্রান্স!

বিশ্বকাপ জিতে মাতোয়ারা ফ্রান্স!

স্পোর্টস ডেস্কঃ ১৯৯৮ থেকে ২০১৮, কুড়ি বছরের অপেক্ষাকে বিশ্বজয়ে বদলেছেন এমবাপেরা। দ্বিতীয় বারের মতো বিশ্বচ্যাম্পিয়ান ফ্রান্স। দেশের জয়ে স্বাভাবিকভাবেই অকাল উৎসব শুরু হয়েছে ফ্রান্সে। মানব সমুদ্র সৃষ্টি হয়েছে আইফেল টাওয়ারের সামনে। দেশের পতাকা হাতে বিভিন্ন শহরে রাস্তায় নেমে এসেছেন ফরাসিরা, এ যেন এক অন্য ফরাসি বিপ্লব। অন্যদিকে বৃস্টিও পানিতে ভেসে গেল ক্রোয়েশিয়ার কান্না।

১২ বছর পর বিশ্বকাপ ফাইনাল খেলে জয়ী ফ্রান্স, শেষ এক দশকে বেশ কয়েকবার তীরে এসে তরী ডুবিয়েছে ফ্রান্স। ২০০৬ সালে ইতালির কাছে বিশ্বকাপ হাতছাড়া করেছিল জিনেদিন জিদানের দল। ২০১৬ তে ইউরো কাপের ফাইনালেও ফ্রান্সকে থামিয়ে দিয়েছিল পর্তুগাল। তাই এবার বিশ্বকাপ জিততে মরিয়া ছিল দেশমের ছেলেরা। ফাইনালের আগে দলের তারকা ফুটবলার এমবাপে, পোগবা চ্যাম্পিয়ন হওয়া নিয়ে তাঁদের স্বপ্নের কথাও জানিয়েছিলেন।

২০০৬ এবং ২০১৬ ভুলের পুনরাবৃত্তি হতে দেননি এমবাপে, গ্রিজমানরা। ক্রোটদের হারিয়ে রাশিয়ার মাটিতে বিশ্বজয় করে ফেলেছে দিদিয়ের শিষ্যরা। কাল রেফারির সমাপ্তি বাঁশির সঙ্গেই লুজনিকির গ্যালারি জুয়ে উচ্ছাস দেখা গেল ফরাসিদের। সময়ের সঙ্গে মস্কোর গ্যালারির সেই ঢেউ ছড়িয়ে পড়ে ফ্রান্সে। ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে ২০১৮ বিশ্বকাপ জিতে নিল গ্রিজমান-এমবাপেরা। 

১৯৯৮-এর পর আবার বিশ্বচ্যাম্পিয়ান হল ফ্রান্স। প্রথমার্ধে ২৮মিনিটে পিছিয়ে থেকে পেরিসিচের দুরন্ত গোলে ম্যাচ ফিরেছিল মদ্রিচরা। দ্বিতীয়ার্ধের ১-৪ পিছিয়ে থেকে ৬৯ মিনিটে ফ্রান্স গোলরক্ষক লরিসের ভুলের সুযোগ নিয়ে ব্যবধান কমিয়ে ২-৪ করেন মানজুকিচ। শেষ রক্ষা অবশ্য হল না, ক্রোয়েশিয়ার স্বপ্নের দৌড় শেষ ফাইনালে। রানার্স হয়েই মাঠ ছাড়ল মদ্রিচ অ্যান্ড কোং। বৃষ্টিতে ঢাকা পড়ল রাকিটিচদের কান্না!

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে