সোমবার, ১৬ জুলাই, ২০১৮, ১১:২৪:২৯

শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ

শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ

স্পোর্টস ডেস্কঃ শ্রীলঙ্কা এ দলের বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজে প্রথম দুটি ম্যাচ ড্র করেছিল বাংলাদেশ এ দল। তবে সিরিজের তৃতীয় ও শেষ চারদিনের ম্যাচে হেরে ১-০ ব্যবধানে সিরিজ খুইয়েছে টাইগাররা। টেস্ট সিরিজ শেষে মঙ্গলবার  শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ, দুই দল ওয়ানডে সিরিজে মাঠে নামছে।

বাংলাদেশ এ দল বনাম শ্রীলঙ্কা এ দলের তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি মঙ্গলবার অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল নয়টায়।

সিরিজের বাকি দুটি ম্যাচও এখানেই অনুষ্ঠিত হবে। ওয়ানডে সিরিজকে সামনে রেখে বাংলাদেশ এ দলের ডাকা হয়েছে জাতীয় দলের তারকা অলরাউন্ডার আরিফুল হককে। তাছাড়া, স্পিনার মেহেদী হাসান দলে জায়গা করে নিয়েছেন।

বাংলাদেশ সিরিজের আগে শ্রীলঙ্কা জাতীয় দলের আদলে ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে। চমক হিসেবে দলটির অধিনায়ক করা হয়েছে অলরাউন্ডার থিসারা পেরেরাকে। লঙ্কান জাতীয় দলের হয়ে খেলা অনেক খেলোয়াড়’ই সুযোগ পেয়েছে বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে মাঠে নামার জন্যে।

ডাকা হয়েছে ব্যাটসম্যান উপুল থারাঙ্গাকেও। ওয়ানডে সিরিজ শুরুর আগে দুই দলই সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে নিজেদের ঝালিয়ে নিয়েছে। সোমবার দুই দলই হোটেলে বিশ্রাম নিয়েছে। এর আগের দুই দিন দুই দলই ব্যাটিং ও বোলিং অনুশীলন করেছে।

রবিবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বল হাতে নিজেকে ঝালিয়ে নিতে দেখা গেছে থিসারা পেরেরাকে। তাছাড়া ব্যাট হাতে অনুশীলন করেছেন লঙ্কান তারকা ব্যাটসম্যান উপুল থারাঙ্গা।

সিরিজের সময়সূচিঃ

১৭ জুলাই- প্রথম ওয়ানডে ম্যাচ- সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম
১৯ জুলাই- দ্বিতীয় ওয়ানডে ম্যাচ- সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম
২২ জুলাই- তৃতীয় ওয়ানডে ম্যাচ- সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম

ওয়ানডে সিরিজের জন্য শ্রীলঙ্কা ‘এ’ দলঃ থিসারা পেরেরা (অধিনায়ক), উপুল থারাঙ্গা, দাসুন শানাকা (সহ অধিনায়ক), লাহিরু থিরিমান্নে, শিহান জয়সুরিয়া, আসান প্রিয়ঞ্জন, সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, শাম্মু আসান, মিনোদ ভানুকা, মালিন্দা পুষ্পকুমারা, নিশান পেইরিস, শিহান মাদুশাঙ্কা, আসিথা ফার্নান্ডো ও ইসুরু উদানা।

স্ট্যান্ডবাই: বিশ্ব ফার্নান্ডো, চতুরঙ্গ ডি সিলভা ও চামিকা করুনারত্নে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে