মঙ্গলবার, ১৭ জুলাই, ২০১৮, ১২:৩৭:১৮

অবশেষে জানা গেল যে ভয়ঙ্কর উদ্দেশ্যে ম্যাচের মধ্যে মাঠে ঢুকেছিল

অবশেষে জানা গেল যে ভয়ঙ্কর উদ্দেশ্যে ম্যাচের মধ্যে মাঠে ঢুকেছিল

স্পোর্টস ডেস্কঃ  ফ্রান্স ও ক্রোয়েশিয়ার ফাইনাল ম্যাচ চলাকালীন চার জন ‘ভক্ত’ ঢুকে পড়েছিল মাঠে। তাঁদের পরিচয় জেনে নিন। না, ঠিক জঙ্গি হামলা নয়। কিন্তু গেরিলা আন্দোলন তো বটেই। বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচ চলাকালীন চার জন স্যুট পরিহিত ‘ভক্ত’ মাঠে ঢুকে ফ্রান্সের খেলোয়াড়দের ‘হাই-ফাইভ’ দিয়ে দিলেন। তাঁরা আসলে ফুটবল ভক্ত নন। তাঁরা গেরিলা আন্দোলনের যোদ্ধা।

ম্যাচের ৫২ মিনিটের মাথায় এই ভক্তদের হামলায় মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে খেলোয়াড়রা যেমন হতচকিত হয়ে যান, তেমনই চমকে যান নিরাপত্তারক্ষীরা। খেলা বন্ধ করে দিতে হয়।

কিন্তু কোন গেরিলা আন্দোলনের যোদ্ধা তাঁরা। রাশিয়ায় ‘পুসি রায়ট’ বলে একটি গ্রুপের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এই নকল ভক্তরা তাঁদের লোক। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে প্রায় এক দশক ধরে লড়াই চালাচ্ছে ‘পুসি রায়ট’।

মূলত পাঙ্ক রক গানের দল এটি। কিন্তু এ ভাবে সবাইকে চমকে দিয়ে সরকার বিরোধী আন্দোলনে তাদের জুড়ি মেলা ভার।

ফিফা বিশ্বকাপ নির্বিঘ্নে কাটলেও, ফাইনাল ম্যাচের দিন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের মুখ পোড়ালেন এই চার ‘পুসি রায়ট’ সমর্থক। তাঁদের ছ’দফা দাবির (নীচের গ্রাফিক্সে দেখুন) ব্যাপারে গোটা বিশ্বের দৃষ্টি আকর্ষণের জন্যই ফুটবল মাঠে এই ‘হামলা’।

তিন জন মহিলা ও এক জন পুরুষ এই প্রতিবাদে সামিল হয়েছিলেন। পুলিশ চার জনকেই সঙ্গে সঙ্গে গ্রেফতার করে স্থানীয় থানায় নিয়ে যায়।

পুসি রায়ট-এর টুইটার হ্যান্ডেলে সর্বশেষ দাবি করা হয়েছে, তাদের এই চার সমর্থকদের সারারাত পুলিশের হেফাজতেই কাটাতে হয়েছে। আইনজীবীরা দেখা করতে গেলে পুলিশ তাঁদের সোমবার সকালে আসতে বলে।

সংবাদসংস্থার খবর, দর্শকের অধিকার না মানা ও বেআইনি ভাবে পুলিশের পোশাক পরার জন্য ভারতীয় মুদ্রায় প্রায় ১২,৭০০ টাকা জরিমানা বা ১৬০ ঘণ্টার সমাজসেবার শাস্তি হতে পারে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে