মঙ্গলবার, ১৭ জুলাই, ২০১৮, ০১:৫৭:২৮

যে কারণে জিদানের থিওরি কাজে লাগাননি গ্রীজম্যান

যে কারণে জিদানের থিওরি কাজে লাগাননি গ্রীজম্যান

স্পোর্টস ডেস্কঃ  রাশিয়া বিশ্বকাপের ফাইনালের ৩৮ মিনিটেই পেনাল্টি পেয়ে যায় ফ্রান্স। ফ্রান্সের সেই পেনাল্টি করতে আসেন আতোয়া গ্রীজম্যান। তার সেই পেনাল্টি থেকে করে গোল দিয়েই ২-০ গোলে এগিয়ে যায় ফ্রান্স।

এর আগে ২০০৬ সালের ফাইনালেও ইটালির বিপক্ষে ৫ মিনিটে পেনাল্টি পায় ফ্রান্স। সেই ম্যাচে পানেঙ্কা শর্ট দিয়েও ফ্রান্সকে এগিয়ে নেন জিদান। কিন্তু কালকে গ্রীজম্যানকে দেখা গেল না সেই শর্ট করতে।

এই ব্যাপারে গ্রীজম্যান বলেন ,’ এই ব্যাপারে গ্রীজম্যান বলেন ,’‘আমার ইচ্ছে ছিল জিদানের মতো পানেনকা নিই। কিন্তু পরে মনে হলো ফাইনাল ম্যাচ যেহেতু, স্বাভাবিক গোল করাটাই ভালো।’

উল্লেখ্য বল সরাসরি শট না নিয়ে বলকে চিপ করে জালে প্রবেশ করানো হচ্ছে পানেনকা পেনাল্টি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে