মঙ্গলবার, ১৭ জুলাই, ২০১৮, ০১:৫৯:৪৮

রোনালদোকে বিক্রি করায় এবার যা বললেন সাবেক রিয়াল প্রেসিডেন্ট

রোনালদোকে বিক্রি করায় এবার যা বললেন সাবেক রিয়াল প্রেসিডেন্ট

স্পোর্টস ডেস্কঃ  সদ্যই রিয়াল মাদ্রিদের সঙ্গে নয় বছরের দীর্ঘ সম্পর্কের ইতি টেনে জুভেন্টাসের পথে পাড়ি দিলেন রিয়াল মাদ্রিদের পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। ১০৫ মিলিয়ন ইউরোতে জুভেন্টাসের সঙ্গে চার বছরের চুক্তিতে নাম লিখিয়েছেন রোনালদো।

৯ বছর ভক্ত-সমর্থকরা তাকে যে জার্সিতে দেখেছে, সেটি আর কখনো দেখা যাবে না। এখন জুভেন্টাসের জার্সিতেই দেখা যাবে এই তারকাকে। রোনালদো ভক্তদের মতই এই ব্যাপারটি মানতে পারছেন না রিয়াল মাদ্রিদের সাবেক প্রেসিডেন্ট র‍্যামন কেলদেরন। রোনালদোকে ১০০ মিলিয়ন ইউরোতে জুভেন্টাসের কাছে বিক্রি করা রিয়ালের ঐতিহাসিক ভুল বলেই মনে করছেন তিনি।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা খুবই দুঃখজনক ক্রিস্টিয়ানো রোনালদোর মতো খেলোয়াড়কে রিয়াল মাদ্রিদ বিক্রি করে দিয়েছে। ওকে রিয়ালে আনতে আমাদের যে কষ্ট করতে হয়েছে…। ম্যানচেস্টার ইউনাইটেড কিছুতেই ওকে বিক্রি করতে চাইছিল না, এটা খুব কঠিন ছিল আমাদের জন্য। আর এখন রিয়াল ১০০ মিলিয়ন ইউরোর জন্য বিক্রি করে দিচ্ছে তাঁকে। যে খেলোয়াড় বছরে ৬০টা গোল করে তাঁর মূল্য কখনোই মাত্র ১০০ মিলিয়ন ইউরো হতে পারে না।’

তিনি আরো বলেন, ‘রোনালদোকে বিক্রি করাটা মোটেও ভালো খবর নয়, সেটা ১০০ মিলিয়ন বা ১ বিলিয়ন হোক। একটা সময় রিয়ালের পরিকল্পনা ছিল ১ বিলিয়ন ডলার দিয়ে রোনালদোর রিয়ালে থাকাটা নিশ্চিত করা। একই সঙ্গে রিয়াল চেয়েছে রোনালদোকে এ সময়ের সেরা খেলোয়াড় হিসেবে দেখানো। যা-ই হোক রোনালদোকে বিক্রি করাটা ঐতিহাসিক এক ভুল!’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে