মঙ্গলবার, ১৭ জুলাই, ২০১৮, ০২:০২:১০

ইতিহাস বলছে পেরুর বিপক্ষে খেললেই বিশ্বকাপ চ্যাম্পিয়ন

ইতিহাস বলছে পেরুর বিপক্ষে খেললেই বিশ্বকাপ চ্যাম্পিয়ন

স্পোর্টস ডেস্কঃ  বিশ্বকাপকে ঘিরে রয়েছে অনেক কুসংস্কার, অনেক পরিসংখ্যান। তবে বিশ্বকাপের ট্রফি জিততে যে ভাগ্যের প্রয়োজন সেটা নিন্দুকেরাও বিশ্বাস করেন। কিন্তু যদি বলে বিশ্বকাপ শিরোপা জিততে পেরুর দিকে তাকিয়ে থাকতে হয়েছে দলগুলোকে, তাহলে এটা কয়জন বিশ্বাস করবেন?

বিশ্বকাপের ইতিহাস তো সেটাই বলছে। এখন পর্যন্ত পাঁচবার বিশ্বকাপে খেলেছে পেরু। আর সবচেয়ে অবাক করার মত বিষয় হল, এই পাঁচবার তারা যেসব দলের বিপক্ষে খেলেছে তাদের মধ্য থেকে একটি দল শিরোপা ঘরে তুলেছে। ইতিহাসের দিকে তাকালে তাই দেখা যাবে।

১৯৩০ বিশ্বকাপে পেরুর গ্রুপে ছিল উরুগুয়ে ও রোমানিয়া। সেবার গ্রুপপর্বে পেরুকে ১-০ গোলে হারিয়েছিল উরুগুয়ে। শেষ পর্যন্ত বিশ্বকাপের শিরোপা ঘরে তুলে উরুগুয়ে। এরপর ১৯৭৮ বিশ্বকাপে পেরুর গ্রুপে ছিল আর্জেন্টিনা। সেবার পেরুকে ৬-০ গোলে হারিয়েছিল তারা এবং একই সঙ্গে ঘরের মাঠে বিশ্বকাপ জিতে নেয় আর্জেন্টিনা।

এরপর ১৯৮২ সালে নিজেদের চতুর্থ বিশ্বকাপে ইতালির গ্রুপে ছিল পেরু। গ্রুপ পর্বে ইতালির সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল তারা। কিন্তু শেষ পর্যন্ত বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়ে যায় ইতালি।

এবারের রাশিয়া বিশ্বকাপে জায়গা করে নিয়ে দীর্ঘ ৩৬ বছর পর বিশ্বকাপে খেলতে আসে পেরু। পেরুর গ্রুপে ছিল ফ্রান্স, ডেনমার্ক ও অস্ট্রেলিয়া। গ্রুপ পর্বে ফ্রান্সের কাছে ১-০ গোলে হেরেছিল তারা। শেষ পর্যন্ত ২০১৮ বিশ্বকাপের চ্যাম্পিয়নই হয়ে যায় ফ্রান্স। আর তাই হয়তো ফেভারিট দলগুলো আগামী বিশ্বকাপগুলোতে পেরুকে নিজেদের গ্রুপে চাইবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে