মঙ্গলবার, ১৭ জুলাই, ২০১৮, ১০:৩৬:২১

শাস্তি পেলেন হাথুরুসিংহে

শাস্তি পেলেন হাথুরুসিংহে

স্পোর্টস ডেস্ক: বল টেম্পারিং ও ক্রিকেটীয় চেতনার পরিপন্থী কাজ করায় শ্রীলংকা ক্রিকেট দলের অধিনায়ক, প্রধান কোচ ও ম্যানেজারকে বেশ বড় শাস্তিই দিল ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। সাসপেনশন পয়েন্ট, ডিমেরিট পয়েন্ট ও ম্যাচ নিষেধাজ্ঞার মতো শাস্তি পেয়েছেন দিনেশ চান্দিমাল, চন্ডিকা হাথুরুসিংহে ও আসাঙ্কা গুরুসিনহা। শাস্তি পেলেন হাথুরুসিংহে।

সোমবার আইসিসির জুডিশিয়াল কমিশনার হন মাইকেল বেলফ তিন অপরাধী ব্যক্তিকে শাস্তির ঘোষণা দেন। একই ঘটনায় জড়িত থাকায় তিনজনই পেয়েছেন একই ধরনের শাস্তি।

গত মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেইন্ট লুসিয়া টেস্টে প্রথমে বল টেম্পারিং করে বিতর্কের জন্ম দেন লংকান অধিনায়ক চান্দিমাল। পরে দলের কোচ হাথুরুসিংহে ও ম্যানেজার গুরুসিনহার পরামর্শে প্রায় ৪ ঘণ্টা মাঠের বাইরেই নষ্ট করে শ্রীলংকা দল। তাই বাধ্য হয়েই বড়সড় শাস্তি দিল আইসিসি।
এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে