মঙ্গলবার, ১৭ জুলাই, ২০১৮, ১১:০৫:০৪

শ্রীলঙ্কার বিপক্ষে এই মুহর্তে ব্যাটিংয়ে সৌম্য সরকার ও মিজানুর, জানুন সর্বশেষ স্কোর

শ্রীলঙ্কার বিপক্ষে এই মুহর্তে ব্যাটিংয়ে সৌম্য সরকার ও মিজানুর, জানুন সর্বশেষ স্কোর

স্পোর্টস ডেস্কঃ তিন ম্যাচ সিরিজের প্রথম আন-অফিশিয়াল একদিনের ম্যাচে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশ ‘এ’ দল’কে আগে ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছে সফরকারী শ্রীলঙ্কা ‘এ’ দল।

আন-অফিশয়াল চার দিনের ম্যাচের পর একদিনের ম্যাচেও স্বাগতিকদের লঙ্কানদের বিপক্ষে নেতৃত্ব দিচ্ছেন মোহাম্মদ মিঠুন। অন্যদিকে দলের শক্তিমত্তা বাড়ানোর লক্ষ্য থেকে সৌম্য সরকারের পাশাপাশি স্কোয়াডে অলরাউন্ডার আরিফুল হক’কে অন্তর্ভুক্ত করার পর প্রথম একদিনের ম্যাচের একাদশেও নেওয়া হয়েছে তাদের।

পক্ষান্তরে, প্রায় জাতীয় দলের আদলে গড়া লঙ্কান একাদশ বাংলাদেশের বিপক্ষে মাঠে নেমেছে প্রথম ওয়ানডেতে। যেখানে রয়েছেন অধিনায়ক থিসারা পেরেরা থেলে শুরু করে জাতীয় দলের ওপেনার উপুল থারাঙ্গা, লাহিরু থিরিমান্নে, শেহান জয়াসুরিয়ার মতো তারকা ক্রিকেটাররা।

প্রতিপক্ষ দলের অধিনায়ক থিসারা পেরেরার আমন্ত্রণে সাড়া দিয়ে বাংলাদেশের ইনিংসের গোড়াপত্তন করতে ক্রিজে এসেছেন সৌম্য সরকার ও মিজানুর রহমান। শেষ খবর পাওয়া পর্যন্ত ৩ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে ৯ রান। ৫ রান নিয়ে মিজানুর রহমান ও ২ রান নিয়ে ব্যাট করছেন সৌম্য সরকার।

শ্রীলঙ্কা ‘এ’ দলঃ থিসারা পেরেরা (অধিনায়ক), দাসুন শানাকা (সহ-অধিনায়ক), উপুল থারাঙ্গা, লাহিরু থিরিমান্নে, শেহান জয়াসুরিয়া, আশান প্রিয়াঞ্জান, সাদিরা সামারাবাবিক্রমা, শাম্মু আশান, মালিন্দা পুষ্পকুমারা, নিশান পেইরিস, শেহান মাদুশঙ্কা।

বাংলাদেশ ‘এ’ দলঃ সৌম্য সরকার, মিজানুর রহমান, মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), খালেদ আহমেদ, নাঈম হাসান, শরিফুল ইসলাম, আল-আমিন, জাকির হাসান, ফজলে মাহমুদ রাব্বি, আরিফুল হক, সাঞ্জামুল ইসলাম।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে