মঙ্গলবার, ১৭ জুলাই, ২০১৮, ১১:১৬:৫২

বাঘিনীদের সাফল্যের পেছনে সাবেক ভারতীয় ক্রিকেটারের হাত!

বাঘিনীদের সাফল্যের পেছনে সাবেক ভারতীয় ক্রিকেটারের হাত!

স্পোর্টস ডেস্কঃ বাঘিনীদের সাফল্যের পেছনে সাবেক ভারতীয় ক্রিকেটারের হাত! বাংলাদেশ দলের কোচের দায়িত্ব নিয়েই আমূল পরিবর্তন নিয়ে এসেছেন নারী ক্রিকেট দলের মহিলা কোচ অঞ্জু জৈন। এশিয়া কাপ ও আয়ারল্যান্ড সফরে দারুণ সাফল্য পাওয়ার পর এবার তার অধীনে দল উতরেছে টি-২০ বিশ্বকাপের বাছাইপর্ব, এসেছে বাছাইপর্বের শিরোপাও।

আর দেশে ফিরে সেই কোচের প্রশংসায় পঞ্চমুখ বাংলাদেশ নারী টি-২০ দলের অধিনায়ক সালমা খাতুন। ভারতীয় সাবেক এই ক্রিকেটারের সাথে বাংলাদেশের মেয়েদের সম্পর্কটা যে দারুণ, সেটিই স্পষ্ট হয়ে উঠল সালমার কথায়।

অধিনায়ক বলেন- ‘প্রধান কোচ অনেক ভালো। আমাদের সঙ্গে মন খুলে মেশেন। আমরাও তার সঙ্গে একই রকম। কোচ আসলে এমনই হওয়া উচিত। মন খুলে মিশলে হয় কী সবকিছু আমরা শেয়ার করতে পারি। এটা আমাদের খুব দরকার ছিল।’

অঞ্জু জৈন নিজেই একটা সময় খেলেছেন এই ভারতীয় দলের হয়ে। শুধু তাই নয়, করিয়েছেন কোচিংও। ২০১২ সালে তার অধীনে থেকেই টি-২০ বিশ্বকাপ ও পরের বছর ওয়ানডে বিশ্বকাপে অংশ নিয়েছিল ক্রিকেট বিশ্বের পরাশক্তি দলটি।

গত ২১ মে বাংলাদেশ দলের কোচ হিসেবে দায়িত্ব পালন শুরু করেন অঞ্জু। ভারতের সাবেক এই উইকেটরক্ষক-ব্যাটারের অধীনে দক্ষিণ আফ্রিকা সফরে হয় সালমাদের ভরাডুবি। তাতেও নিরাশ হননি এই অভিজ্ঞ কোচ। জ্বেলে রেখেছিলেন প্রত্যাশার আলো। সেই আলোই পথ দেখিয়েছে বাংলাদেশকে, পৌঁছে দিয়েছে এশিয়ার শ্রেষ্ঠত্বে; এনে দিয়েছে দ্বিপাক্ষিক সিরিজ ও বাছাইপর্বে অভূতপূর্ব সফলতা।

অল্প দিনেই প্রিয় হয়ে ওঠা এই কোচের অধীনে ভালো করতে পেরে সালমারা স্বভাবতই উচ্ছ্বসিত। বিশ্বকাপে খেলার লক্ষ্য পূরণের পর এবার তাদের লক্ষ্য বিশ্বকাপে ভালো খেলা।

সালমা বলেন, ‘আমাদের লক্ষ্য ছিল বিশ্বকাপ খেলা। সেটা পূরণ করেছি। আমরা এখন বিশ্বকাপ খেলব। বাছাইপর্ব খেলার আগে আমরা আয়ারল্যান্ড গিয়েছিলাম, কন্ডিশনে মানিয়ে নিতে। ওখানেও আমরা ভালো খেলছি। সিরিজ জিতেছি। আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করতে পারিনি, ওরা শেষ ম্যাচে ভালো খেলছে। তবু সব মিলিয়ে আমরা খুব খুশি। মালয়েশিয়ায় এশিয়া কাপের পর থেকে আমরা যেভাবে খেলছিলাম, সেটা যে আমরা ধরে রাখতে পেরেছি, এটাই আমাদের উন্নতি। এ কারণেই সাফল্যগুলো আসছে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে