মঙ্গলবার, ১৭ জুলাই, ২০১৮, ১১:৩৭:৪৭

বিশ্বকাপের পুরস্কার বিতরণের সময় মঞ্চ থেকে মেডেল চুরি

বিশ্বকাপের পুরস্কার বিতরণের সময় মঞ্চ থেকে মেডেল চুরি

স্পোর্টস ডেস্ক: রাশিয়া বিশ্বকাপের শিরোপা ঘরে তুলেছে আসরের অন্যতম ফেভারিট ফ্রান্স। সেই সাথে ইতিহাস গড়ার স্বপ্ন ভঙ্গ হয়েছে ক্রোয়েশিয়ার। রবিবার মস্কোর লুজনিকি স্টেডিয়ামে ক্রোয়েটদের ৪-২ গোলে হারিয়ে বিশ্বকাপ জয় করে ফরাসিরা। ফাইনাল শেষে দুই দলের খেলোয়াড়, কোচিং স্টাফদের মেডেল দেওয়া হয়। বিশ্বকাপের পুরস্কার বিতরণের সময় মঞ্চ থেকে মেডেল চুরি।

এদিকে ইতিমধ্যে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায় পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত এক নারী একটি মেডেল নিজের পকেটে লুকিয়ে রাখছেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোতে বলা হচ্ছে, তিনি মেডেলটি সকলের অগচরে লুকিয়ে ফেলেন।

এদিন পুরস্কার প্রদান অনুষ্ঠানে ফ্রান্সের বিশ্বকাপ জয়ের নায়কদের মঞ্চে ডেকে সোনার মেডেল পরিয়ে দেওয়া হয়। অ্যান্তোনিও গ্রিজম্যানের পর ডাকা হয় দেশটির কোচ দিদিয়ের দেশ্যমকে। গ্রিজম্যানকে মেডেল পড়িয়ে দেন পুতিন, এরপরই ঘটে সেই ঘটনা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নো ইনফানতিনো, ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট কলিন্দা গ্রাবার-কিতারোভিচ এবং ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রন। সেখানে তাদের পাশেই ছিলেন ঐ নারী। তবে তার পরিচয় প্রকাশ করা হয়নি।
এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে