মঙ্গলবার, ১৭ জুলাই, ২০১৮, ১২:১৬:৪০

৯ উইকেটে জয় পেয়ে সিরিজে ২-০তে এগিয়ে গেলো পাকিস্তান

৯ উইকেটে জয় পেয়ে সিরিজে ২-০তে এগিয়ে গেলো পাকিস্তান

স্পোর্টস ডেস্ক: পাকিস্তান এই বছর প্রথম ওয়ানডে জিতেছিল গত শুক্রবার, ওই জয়ে কৃতিত্ব রেখেছিলেন ইমাম উল হক। রবিবার দলের টানা দ্বিতীয় জয়ে এবার চমৎকার এক ইনিংস খেললেন ফখর জামান।

৯ উইকেটে জয় পেয়ে সিরিজে ২-০তে এগিয়ে গেলো পাকিস্তান। তার অপরাজিত সেঞ্চুরিতে বুলাওয়েতে জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল পাকিস্তান। ৫ ম্যাচের এই সিরিজে ২-০ তে এগিয়ে গেল তারা।

রবিবার টস জিতে ব্যাট করতে নেমে উসমান খান ও হাসান আলীর পেসে ৪৯.২ ওভারে ১৯৪ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। জবাবে ফখরের দারুণ ব্যাটিংয়ে ৩৬ ওভারে ১ উইকেটে ১৯৫ রান করে পাকিস্তান।

উসমান ও হাসানের গতির সামনে প্রতিরোধ গড়ে জিম্বাবুয়ের ব্যাটিংয়ে উজ্জ্বল ছিলেন কেবল হ্যামিলটন মাসাকাদজা ও পিটার মুর।

স্বাগতিকদের পক্ষে ৫৯ রানের সেরা ইনিংস খেলা মাসাকাদজাকে ফেরান শোয়েব মালিক। আর ৫০ রান করে হাসানের বলে আউট হন মুর।

উসমান ১০ ওভারে ১ মেডেনসহ ৩৬ রান দিয়ে ৪ উইকেট নেন। ৮.২ ওভারে ১ মেডেনসহ ৩২ রান খরচায় পান ৩ উইকেট।

লক্ষ্যে নেমে ইমামের সঙ্গে ১১৯ রানের জুটিতে সহজ জয়ের পথ তৈরি করেন ফখর। ১২৮ রানে অপরাজিত থেকে গত ম্যাচের নায়ক ইমাম এদিন ৪৪ রানে আউট হন। তারপর আর কোনও উইকেট না হারিয়ে জিতে যায় পাকিস্তান।

বাবর আজমের সঙ্গে অপরাজিত ৭৬ রানের জুটিতে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন ফখর। ১৪৪ বলে ১৭ চারে ১১৭ রানে অপরাজিত থেকে ম্যাচসেরা এই ওপেনার। বাবর খেলছিলেন ২৯ রানে।
এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে