মঙ্গলবার, ১৭ জুলাই, ২০১৮, ১২:৩১:০১

লড়ছেন মিঠুন-রাব্বি, ৩ উইকেটে বাংলাদেশ ১৭০

লড়ছেন মিঠুন-রাব্বি,  ৩ উইকেটে বাংলাদেশ ১৭০

স্পোর্টস ডেস্কঃ দলীয় ১২০ রানে ৬৭ রান করা মিজানুর রহমানের উইকেট হারানোর পর বাংলাদেশ ‘এ’ দলের হাল ধরেছেন দলনেতা মোহাম্মদ মিঠুন ও প্রথমবারের মতো ‘এ’ দলের জার্সিতে খেলার সুযোগ পাওয়া ফজলে মাহমুদ রাব্বি।

শেষ খবর পাওয়া পর্যন্ত  ৪০ ওভার শেষে স্বাগতিকদের সংগ্রহ ৩ উইকেটের বিনিময়ে ১৭০ রান। ৪৫ বল থেকে ৩৫ রান নিয়ে রাব্বি ও ২৯ বল মোকাবেলায় ১৯ রান নিয়ে এই মুহূর্তে ক্রিজে আছেন মিঠুন।

এর আগে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস ভাগ্য হারা সত্ত্বেও প্রতিপক্ষ শিবিরের অধিনায়ক থিসারা পেরেরার আমন্ত্রণে প্রথমে ব্যাট করার সুযোগ মিলে স্বাগতিকদের। ঘরের মাঠে প্রথম একদিনের ম্যাচে সতর্কতার সাথে শুরু করলেও, রানের চাকা বাড়াতে গিয়ে শেনান জয়াসুরিয়ার প্রথম শিকারে পরিণত হন সৌম্য সরকার।

চার দিনের ম্যাচগুলোতে ব্যর্থতার পরিচয় দেওয়ার পর প্রথম আন-অফিশিয়াল একদিনের ম্যাচেও খোলসবন্দী থাকা সৌম্য করেন ৩৪ বল মোকাবেলায় সমান ১ চার ও ছয়ে ২৪ রান। তার আউটের পর ক্রিজে আসা জাকির হাসানও সুবিধা করতে পারেননি। ২৫ বলে ১৮ রান করে দলীয় ৭৭ রানের সময় মাদুশাঙ্কার বলে শেনান জয়াসুরিয়ার হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনিও।

দলের হাল ধরে শুরু থেকে খেলতে থাকা মিজানুর রহমানও খেই হারিয়ে বসেন অর্ধশতক তোলার পর। ১০৭ বল মোকাবেলায় ৪ চার আর ৩ ছয়ে ৬৭ রান করে সাজঘরে ফেরেন তিনি। এতে করে বিচ্ছিন্ন হয় রাব্বি ও মিজানুরের মধ্যকার ৪৩ রানের জুটি।

শ্রীলঙ্কা ‘এ’ দলঃ থিসারা পেরেরা (অধিনায়ক), দাসুন শানাকা (সহ-অধিনায়ক), উপুল থারাঙ্গা, লাহিরু থিরিমান্নে, শেহান জয়াসুরিয়া, আশান প্রিয়াঞ্জান, সাদিরা সামারাবাবিক্রমা, শাম্মু আশান, মালিন্দা পুষ্পকুমারা, নিশান পেইরিস, শেহান মাদুশঙ্কা।

বাংলাদেশ ‘এ’ দলঃ সৌম্য সরকার, মিজানুর রহমান, মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), খালেদ আহমেদ, নাঈম হাসান, শরিফুল ইসলাম, আল-আমিন, জাকির হাসান, ফজলে মাহমুদ রাব্বি, আরিফুল হক, সাঞ্জামুল ইসলাম।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে