মঙ্গলবার, ১৭ জুলাই, ২০১৮, ০১:১৬:২৫

মুসলিম দেশ ফিলিস্তিন আমার হৃদয়: ম্যারাডোনা

মুসলিম দেশ ফিলিস্তিন আমার হৃদয়: ম্যারাডোনা

স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনা ফিলিস্তিনকে তার হৃদয় বলে উল্লেখ করেছেন। রাশিয়ার রাজধানী মস্কোতে ফিলিস্তিনী প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে সাক্ষাৎকালে তার এ অভিব্যক্তি প্রকাশ করেন। তিনি এ সময় বলেন, মুসলিম দেশ ফিলিস্তিন আমার হৃদয়।

এসময় ম্যারাডোনাকে মাহমুদ আববাস ধন্যবাদ জানান এবং একটি জলপাই গাছের শাখা বহনকারী ঘুঘুর একটি ছবি উপহার দেন।

গত শনিবার ম্যারাডোনা নিজের ইনস্টাগ্রাম পেজে আব্বাসের সঙ্গে আলিঙ্গনের একটি ছবি পোস্ট করে লেখেন, এই মানুষটা ফিলিস্তিনে শান্তি চায়। প্রেসিডেন্ট আব্বাসের একটা দেশ আছে এবং সেখানে তার অধিকার আছে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখতে রাশিয়ায় যান আব্বাস। অন্যদিকে ভেনিজুয়েলা সরকার পরিচালিত নিউজ নেটওয়ার্ক চ্যানেল টেলিসুর’র ভাষ্যকার হিসেবে সদ্য শেষ হওয়া বিশ্বকাপ কভার করেছেন ম্যারাডোনা।

বিশ্বকাপের শেষ শো’তে ম্যারাডোনা বলেন, আমাদের কেনা যায় না, একথা মানুষ জানে যে আমরা সত্য কথা বলি এবং সাম্য চাই।
এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে