মঙ্গলবার, ১৭ জুলাই, ২০১৮, ০১:৪৪:৩১

হার্ডহিটার ব্যাটসম্যান আরিফুল ঝড়ে রান পাহাড়ে বাংলাদেশ!

হার্ডহিটার ব্যাটসম্যান আরিফুল ঝড়ে রান পাহাড়ে বাংলাদেশ!

স্পোর্টস ডেস্কঃ হার্ডহিটার ব্যাটসম্যান আরিফুল ঝড়ে রান পাহাড়ে বাংলাদেশ ! সফরকারী শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম আন-অফিশিয়াল একদিনের ম্যাচে মিজানুর রহমান ও ফজলে রাব্বির অর্ধশতকের পর আরিফুল হকের ২২ বলের ঝড়ো ৪৭ রানের ইনিংসে চড়ে নির্ধারিত ৫০ ওভার শেষে ৭ উইকেটে ২৮০ রানের পুঁজি পেয়েছে স্বাগতিক বাংলাদেশ ‘এ’ দল। 

ম্যাচের একটা সময় পর্যন্ত বাংলাদেশের সম্ভাব্য স্কোর ২৫০-৬০ মনে হলেও ইনিংসের ৪৫তম ওভারে ক্রিজে এসে ম্যাচের প্রেক্ষাপট পরিবর্তন করে দেন হার্ডহিটার ব্যাটসম্যান আরিফুল হক।

ইনিংসের শুরু থেকেই মারকুটে মেজাজে রান তুলতে থাকা এই ব্যাটসম্যান আউট হওয়ার আগে ৩ চার ৪ বিশাল ছক্কায় ২১৩+ স্ট্রাইক রেটে খেলেন ৪৭ রানের অনবদ্য ইনিংস। আর এতে  ভর করেই নির্ধারিত ৫০ ওভার শেষে স্কোরবোর্ডে ২৮০ রানের লড়াকু সংগ্রহ দা৬ড় করায় স্বাগতিকরা।

দলের পক্ষে সর্বোচ্চ ৬৭ রান আসে ওপেনার ফজলে মাহমুদের ব্যাট থেকে। শুরু থেকে সতর্কতার সাথে খেলা এই ব্যাটসম্যান ৬৭ রান করতে খেলেন ১০৭ বল। তার পাশাপাশি অর্ধশতকের দেখা পেয়েছেন প্রথমবারের মতো ‘এ’ দলের হয়ে খেলার ডাক পাওয়া আরেক ব্যাটসম্যান ফজলে মাহমুদ রাব্বিও। রান আউটের ফাঁদে পড়ার আগে সমান ২ চার ও ২ ছয়ে ৬৩ বল খেলে রাব্বি করেন গুরুত্বপূর্ণ ৫৯ রান।

রাব্বির উইকেট পতনের পর খোলস ছেড়ে বেরিয়ে আসেন দলনেতা মোহাম্মদ মিঠুনও। পঞ্চম উইকেট জুটিতে আরিফুলের তাণ্ডবের পাশাপাশি দ্রুতগতিতে রান তুলেন তিনিও। অর্ধশতক থেকে ছয় রান দূরে থাকতে থিসারা পেরেরার বলে আউট হওয়া এই ব্যাটসম্যান ৪৪ বল খেলে করেন ৪৪ রান। ৫ চারের সাহায্যে এই রান করেন তিনি।

চার দিনের ম্যাচগুলোতে ব্যর্থতার পরিচয় দেওয়ার পর প্রথম আন-অফিশিয়াল একদিনের ম্যাচেও খোলসবন্দী থাকা সৌম্য করেন ৩৪ বল মোকাবেলায় সমান ১ চার ও ছয়ে ২৪ রান। তার আউটের পর ক্রিজে আসা জাকির হাসানও সুবিধা করতে পারেননি। ২৫ বলে ১৮ রান করে দলীয় ৭৭ রানের সময় মাদুশাঙ্কার বলে শেনান জয়াসুরিয়ার হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনিও।

লঙ্কান বোলারদের মধ্যে মাদুশাঙ্কা, জয়াসুরিয়া, পেরেরা, পুষ্পাকুমারা ও শানাকা প্রত্যেকেই লাভ করেন একটি করে উইকেট। বাকি দুটি উইকেটের পতন ঘটে রান-আউটে।

স্কোরকার্ড-
বাংলাদেশ ‘এ’ দলঃ ২৮০/৭ (৫০ ওভার)
সৌম্য ২৪ (৩৪), মিজানুর ৬৭ (১০৭), জাকির ১৮(২৬), ফজলে ৫৯(৬৩), মিঠুন ৪৪(৪৪), আরিফুল ৪৭ (২২), আল-আমিন ৮(৩)*, সানজামুল ১(০) এবং নাইম হাসান ১(১)*।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে