মঙ্গলবার, ০১ ডিসেম্বর, ২০১৫, ০৬:২৯:৩৩

হেলিকপ্টারে উড়ে এসে প্রথম ম্যাচ এ কেমন কারিশমা দেখালেন ওমর আকমল

হেলিকপ্টারে উড়ে এসে প্রথম ম্যাচ এ কেমন কারিশমা দেখালেন ওমর আকমল

স্পোর্টস ডেস্ক: বিপিএলে চট্টগ্রাম পর্বে যোগ দিতে হেলিকপ্টারে করে বাংলাদেশে উড়ে এসে ছিলেন পাকিস্তানি ক্রিকেটার ওমর আকমল। মঙ্গলবার সকাল সোয়া দশটায় ঢাকায় পৌঁছে হেলিকপ্টারে করে সরাসরি জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চলে যান তিনি। এরপর চিটাগং ভাইকিংসে হয়ে দুপুর ২টায় রংপুর রাউডার্সের বিপক্ষে মাঠে নামেন আকমল। প্রথমে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন তার দল চিটাাগাং। ব্যাট করতে এসে রংপুরের বোলাদের তোপে পড়ে একে একে অভিজ্ঞ চার ব্যাটসম্যানকে হারিয়ে চরম বিপদে পড়ে যায় চিটাগং ভাইকিংস। দলের অধিনায়ক তামিম ইকবাল আউট হওয়ার পর ব্যাট হাতে মাঠে নেমে পড়েন ওমর আকমন। ক্রিজে এসে বেশিক্ষণ ঠিকে থাকতে পারেনি পাক এই ক্রিকেটার। দলীয় ১৫ তম ওভারের মাথায় সাজঘরে ফিরে যেতে হযেছে তাকে। হাতে কাছে আটটি বল পেয়েও ঠিক মতো খেলতে পারেননি তিনি। মাত্র ১ রান করে মোহাম্মদ মিঠুনের বলে আউট হয়ে যান তিনি। টানা তিন ম্যাচ হারের স্বাদ পাওয়া চিটাগং ভাইকিংস ওমর আকমলের হাত ধরে জয়ের স্বাদ পেতে চেয়েছিলো চিটাগাং। কিন্তু সেটা আর হলো না হয়েছে উল্টো এদিন চিটাগাং ৯ উইকেটে হারতে হয়েছে সাকিব আল হাসানের রংপুরে কাছে। চলমান বিপিএলের দ্বিতীয় পর্বে প্রথম ম্যাচে এটাই তার প্রথম কারিশমা। ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ খেলে সংযুক্ত আরব আমিরাত থেকে ঢাকার বিমান ধরেন কামরান আকমলের ছোট ভাই। দুই ভাই একসঙ্গে খেলছেন চিটাগং ভাইকিংসের হয়ে। ১ ডিসেম্বর,২০১৫/ এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে