মঙ্গলবার, ০১ ডিসেম্বর, ২০১৫, ০৮:১২:০০

বিপিএলে নতুন মাশরাফির সন্ধান

বিপিএলে নতুন মাশরাফির সন্ধান

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে ও টি-২০ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা আগামী ২০১৯ সালের পর ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। পাশাপাশি জাতীয় দলে যারাই পেসার হয়ে আসছেন কয়েকটি ম্যাচ খেলার পরেই পড়ছেন ইনজুরিতে। ফলে জাতীয় দলের হয়ে খেলা নিয়মিত পারফরমেন্স করা পেসার সংখ্যা মুস্তাফিজুর রহমান ছাড়া খুব একটা চোখে পড়ছে না। অন্যদিকে মাশরাফি নিজেও প্রতিটি ম্যাচ খেলে থাকেন অনেক ঝুঁকি নিয়ে। ফলে তিনিও যে কোন সময় ইনজুরিতে পড়তে পারেন। সব দিক বিবেচনা করে আগামী দিনের মাশরাফির সন্ধান পেতে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর চলতি আসরের দিকে নজর রেখেছেন জাতীয় দলের নির্বাচকমন্ডলী। এবারের বিপিএলে এখন পর্যন্ত নির্বাচকদের নজর কেড়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের তরুণ পেসার আবু হায়দার রনি। নির্বাচকরা তার মাঝেই আগামীদিনের মাশরাফি কিংবা মুস্তাফিজুরের প্রতিচ্ছবি দেখছেন। উদিয়মান এই পেসার সোমবার বিপিএলে দারুণ ম্যাজিক দেখিয়েছেন। সিলেটের যেখানে শেষ ওভারে প্রয়োজন মাত্র ৪ রান, হাতে ৬ উইকেট। হঠাৎই অনিশ্চয়তা আর শঙ্কায় সিলেটের ড্রেসিং রুম কাঁপিয়ে দিলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের তরুণ এই পেসার। টানা দুই বলে ফিরিয়ে দিলেন অর্ধশত করা রবি বোপারা ও লঙ্কান ব্যাটসম্যান শিহান জয়সুরিয়াকে! অবশ্য তিনি শেষ পর্যন্ত নিজের দলকে জেতাতে পারেননি। তাতে কি ২৮ রান খুরচায় নিয়েছেন ৪ উইকেট। আগের আরও তিন ম্যাচে পেয়েছেন দুটি করে উইকেট। একটি ম্যাচে কেবল ছিলেন উইকেটশূন্য। সব মিলিয়ে ৫ ম্যাচে ১০ উইকেট। চট্টগ্রাম পর্বের প্রথম দিন শেষে সাকিব আল হাসানের সঙ্গে যৌথভাবে এবারের বিপিএলের সর্বোচ্চ উইকেট তার। ওভারপ্রতি রান দিয়েছেন মাত্র ৬.৩৫। এভাবেই আরও একবার নিজেকে চিনিয়ে গেলেন তিনি। এবারের বিপিএলে বাংলাদেশের তরুণ ক্রিকেটারদের মধ্যে এখন পর্যন্ত উজ্জ্বলতম নাম তাই আবু হায়দার রনি। ১ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ/ রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে