মঙ্গলবার, ০১ ডিসেম্বর, ২০১৫, ০৮:২৬:৩২

বিপিএলে নয়া রেকর্ড করেও খুশি নন সৌম্য

বিপিএলে নয়া রেকর্ড করেও খুশি নন সৌম্য

স্পোর্টস ডেস্ক: জাতীয় দলের মারকুটে ব্যাটম্যান সৌম্য সরকার বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) প্রথম খেলে ছিলেন ২০১৩ সালের দ্বিতীয় আসরে ঢাকা গ্ল্যাডিয়েটর্স দলের হয়ে। কিন্তু প্রথম আসরে খেলা হলেও করা হয়নি অর্ধশত রান। অবশেষে তৃতীয় আসরে রংপুর রাউডার্স দলের পক্ষে চুক্তি আবদ্ধ হয়ে বিপিএলের তার প্রথম হার্ফ সেঞ্চরি করে একটা রেকর্ড গড়েছেন সৌম্য। তবে ম্যাচ শেষে সৌম্য জানিয়েছেন, আমি আজকে যেভাবে খেলেছি তাতে হয়ত আমার দল খুশি হতে পারে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে খুশি না। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে। চিটাগং ভাইকিংসের ১১১ রান তাড়ায় সৌম্য করেছেন অপরাজিত ৫৮।এদিন সৌম্য আট চার ও এক ছক্কায় ইনিংসটি সাজান খেলেন সৌম্য সরকার। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সৌম্য জানালেন, রান পাওয়ার তাগিদটা নিজেই অনুভব করছিলেন প্রচণ্ডভাবে। দলের পক্ষ থেকে কোনো চাপ ছিল না। তবে নিজের ভেতর থেকে ছিল। যে দলের হয়েই খেলি না কেন, তাদের কিছু দেওয়ার ব্যাপার থাকে। সেটা করতে পারছিলাম না। আগের ৫ ম্যাচে সৌম্যর রান ছিল ২০, ১৭, ১৮, ৫ ও ৭। না পারার সময়টা একটু বেশিই দীর্ঘ হয়েছে বলে পারার দিনটিতেও নিজের ওপর সন্তুষ্ট নন সৌম্য। আজকে যেটুকু খেলেছি, হয়তবা দল খুশি, কিন্তু আমি খুশি না। আগের ম্যাচগুলি যেভাবে শুরু করেছিলাম, ইনিংস বড় করতে পারলে আমার জন্য ভালো হতো। ১ ডিসেম্বর,২০১৫/ এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে