মঙ্গলবার, ০১ ডিসেম্বর, ২০১৫, ০৮:৫৬:৪৭

সাঙ্গাকারার ব্যাটিং ঝড়ে চ্যালেঞ্জিং স্কোর ঢাকার

সাঙ্গাকারার ব্যাটিং ঝড়ে চ্যালেঞ্জিং স্কোর ঢাকার

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আজকের দ্বিতীয় ম্যাচে বরিশাল বুলসের বিপক্ষে কুমার সাঙ্গাকারার ব্যাটিং ঝড়ে বড় সংগ্রহ দাঁড় করিয়েছে ঢাকা ডিনামাইটস। নির্ধারিত ২০ ওভার শেষে ঢাকার স্কোর ৫ উইকেটের বিনিময়ে ১৫৮ রান। দলের পক্ষে সর্বোচ্চ ৪৭ বলে ৬০ রান করেছেন সাঙ্গাকারা। এর আগে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বরিশাল বুলসের অধিনায়ক মাহামুদুল্লাহ রিয়াদ। এদিন ঢাকার পক্ষে দুই ওপেনার সৈকত আলী ও অভিজ্ঞ কুমার সাঙ্গাকারা শুরু থেকেই দেখে শুনে ব্যাট করতে থাকে। তবে দলীয় ২৭ রানের মাথায় সৈকতের উইকেট হারানোর পর কিছুটা ব্যকফুটে চলে যায় ঢাকা। দলের অভিজ্ঞ ব্যাটসম্যান থ্রিমানে ও নাসির হোসের ব্যাট থেকে তেমন কোন রানই আসেনি। থ্রিমানে ও নাসির দুজনই করেছেন ৫। এছাড়াও আবুল হোসেন করেন ৮ রান। একটা পর্যায়ে ঢাকার স্কোর দাঁড়ায় ৪ ্উইকেটের বিনিময়ে ৭২ রান। অভিজ্ঞ কুমার সাঙ্গাকারা ও ৬ নম্বরে ব্যাট করতে নামা ডেসকটকে সঙ্গে করে দেখে শুনে খেলতে থাকেন। ম‍ূলত সাঙ্গাকারা-ডেসকট জুটিই ঢাকাকে ফাইটিং স্কোর করতে সাহায্য করেছে। দলীয় ১৩২ রানের মাথায় আউট হওয়ার আগে সাঙ্গাকারা ব্যাট থেকে ৭টি বাউন্ডারির মাধ্যমে আসে ৬০ রান। পরে ডেসকট উইলারের সঙ্গে দেখে শুনে খেলে নিধার্রীত ২০ ওভার খেলে ইনিংস শেষ করেন। ডেসকট ব্যক্তিগত ৪৮ বলে ৪৫ ও উইলিয়ার ১০ রানে অপরাজিত থাকেন। বরিশাল বুলসের পক্ষে কোপলার ও প্রসন্নœ দুটি করে উইকেট লাভ করেন। এছাড়া একটি উইকেট শিকার করেছেন অধিনায়ক মাহামুদুল্লাহ রিয়াদ। ১ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ/ রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে