মঙ্গলবার, ০১ ডিসেম্বর, ২০১৫, ০৯:৪৭:২২

ভারত ক্রিকেট বোর্ডকে শাস্তি দেবে আইসিসি

ভারত ক্রিকেট বোর্ডকে শাস্তি দেবে আইসিসি

স্পোর্টস ডেস্ক: ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজের তৃতীয় নাগপুরে টেস্ট পিচ নিয়ে ভারত ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কে শাস্তি দেবে বলে চিঠি পাঠিয়েছে ক্রিকেট সর্বোচ্চ সংস্থা আইসিসি। মঙ্গলবার এই তথ্য উঠে এসছে ক্রিকেট বিষয় ওয়েব সাইড ইক্রোইনফো ইএসপিএনে। আইসিসি জানিয়েছে নাগপুরের উইকেটের কারণে বিসিসিআইকে জরিমানা করা হবে। ইতিমধ্যে ম্যাচ রেফারি জেফ ক্রো আইসিসিতে এই বিষয় রিপোর্ট জমা দিয়েছেন। তাতে নাগপুরের পিচকে বাজে হিসেবে উল্লেখ্য করা হয়েছে। আইসিসি আরো উল্লেখ্য, যদি ভারতের ভুলগুলো ধরা পরে তাহলে তাদের ১৫ হাজার ডলার জরিমানা করা হতে পারে। তবে এই রিপোর্ট জবাব দেয়ার জন্য ভারতকে ১৪ দিন সময় বেধে দেওয়া হয়েছে। নাগপুরে মাত্র তিন দিনেই শেষ হয়ে যায় ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজের তৃতীয় টেস্ট। এক ম্যাচ বাকি থাকতেই চার টেস্টের সিরিজ পকেটে পুরে নেয় ভারত। এই টেস্টে প্রোটিয়াদের ২০টি উইকেটই তুলে নেম ভারতীয় স্পিনাররা৷ ১২টি উইকেট নেন অফ-স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। ১ ডিসেম্বর,২০১৫/ এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে