মঙ্গলবার, ০১ ডিসেম্বর, ২০১৫, ০৯:৫৮:০৪

‘সাকিব’ যেন এক যাদুকরের নাম

‘সাকিব’ যেন এক যাদুকরের নাম

জুবায়ের রাসেল: বাংলাদেশ ক্রিকেটের অনন্য নক্ষত্রের নাম সাকিব আল হাসান। ২০০৬ সালের আগস্ট মাসে জিম্বাবুয়ের বিপক্ষে একদিনের আন্তর্জাতিক ম্যাচে অভিষেক হয় তার। অভিষেকের পর থেকেই তিনি নিজেকে চিনিয়েছেন অন্য ভাবে। ব্যাট, বল এবং ফিল্ডিংয়ে সমান তালে পারফরমেন্স করে হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পর তিনি খেলেছেন, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল), ক্যারিবীয় প্রিমিয়ার লিগ (সিপিএল)সহ খেলেছেন ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট, অস্ট্রেলিয়ার বিগব্যাস। এখন তিনি নিজের প্রতিভার আলো ছড়াচ্ছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর তৃতীয় আসরে। রংপুর রাইডার্সের আইকন ও অধিনায়কও তিনি। দলের প্রয়োজনে কখনো ব্যাট হাতে কখনো’বা বল হাতে প্রতিপক্ষকে গুড়িয়ে দিয়ে একের পর এক জয় তুলে নেচ্ছেন তিনি। আর এ কারণে সাকিবকে ঘিরে এখন পুরো উত্তরবঙ্গে মানুষ অনেক বড় স্বপ্ন দেখা শুরু করেছে। আচরণবিধি ভাঙায় এক ম্যাচ নিষিদ্ধ হওয়ার পরে সেরা উইকেট শিকারির তালিকায় শীর্ষে রয়েছে তার নাম। আর আজ দলে ফিরে আবারও জ্বলে উঠলেন তিনি। তার সঙ্গে পুরো রংপুর। স্বাগতিক চিটাগং ভাইকিংসকে ১১১ রানে আটকে দিয়ে ৯ উইকেটের বিশাল জয় তুলে নিয়েছে তার দল। সংক্ষিপ্ত স্কোর: চিটাগং ভাইকিংস: ২০ ওভারে ১১১/৮ (তামিম ৩৬, দিলশান ১৮, কামরান আকমল ১২, এনামুল ১৪, উমর আকমল ১, জিয়া ৩, নাঈম ১৬*, আমির ২, শফিউল ৬; সাকিব ২/১৬, নবী ১/১৮, সানি ২/২৭, পেরেরা ১/১৯, সজীব ১/১০)। রংপুর রাইডার্স: ১৭ ওভারে ১১৩/১ (জহুরুল ৪৭, সৌম্য ৫৮*, সাকিব ১*; আমির ০/৭, তাসকিন ০/১৭, শফিউল ১/২২)। ফল: রংপুর ৯ উইকেটে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: সৌম্য সরকার। ১ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ/ রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে