মঙ্গলবার, ০১ ডিসেম্বর, ২০১৫, ১০:১৬:২৩

মাত্র একজন ব্যাটসম্যানের কাছে পাত্তা পেলো না সাঙ্গা বাহিনী

মাত্র একজন ব্যাটসম্যানের কাছে পাত্তা পেলো না সাঙ্গা বাহিনী

স্পোর্টস ডেস্ক: বিপিএলের চট্টগ্রাম পর্বে মঙ্গলবার দিনের দ্বিতীয় ম্যাচে বরিশাল বুলসের ব্যাটসম্যান এভিন লুইরসের কাছে পাত্তা পায়নি ঢাকা ডায়নামাইটসের কোনো খেলোয়াড়। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ব্যাটিংয়ে ঝড় তুলেছেন এভিন লুইস। মাত্র ৬৫ বলে বিপিএলের তৃতীয় আসরের প্রথম সেঞ্চুরি তুলে নেন ক্যারিবিয়ান এই ব্যাটসম্যান। এদিন ঢাকা ডায়নামাইটসের দেওয়া ১৫৯ রানের লক্ষ্যে বরিশাল ব্যাট করতে নেমে একাই দাপটের সাথে জয় তুলে নিয়েছেন তিনি। তার ব্যাটিং ঝড়ে দুমড়ে মুচড়ে মাঠ ছাড়া হয়েছে সাঙ্গাকারা সহ দশজন। বরিশালের কাছে ঢাকা হারতে হয়েছে ৯ উইকেটের বিশাল ব্যবধানে। মাত্র ৬৫ বলে ছয়টি ছক্কা আর সাতটি চারে ১০১ রানের অপরাজিত ইনিংস খেলে বরিশালের জয়ের নায়ক লুইস। এই জয়ে পয়েন্ট তালিকায় রংপুরকে সরিয়ে শীর্ষে উঠে এসেছে বরিশাল। পাঁচ ম্যাচে বরিশালের পয়েন্ট ৮ (চার জয়, এক হার)। টসে জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ ‍উইকেটে ১৫৮ রান সংগ্রহ করে ঢাকা ডায়নামাইটস। জবাবে মাত্র এক উইকেট হারিয়ে ১৮.৪ ওভারে জয়ের লক্ষ্যে পৌছে যায় মাহমুদুল্লাহ রিয়াদের বরিশাল। জয়ের জন্য দরকার ১৫৯। টার্গেট কঠিনই ছিল। তবে তা সাধ্যের মধ্যেই নিয়ে আসে বরিশালের ওপেনিং জুটি লেউইস-রনি। কোনমতেই এই উইকেটে দ্রুত ভাঙ্গন ধরাতে পারেনি ঢাকার কোন বোলার। যখন ভাঙল, তখন বরিশালের দলীয় রান ১২৭। আবুল হাসানের বলে থিরিমান্নের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ৩৪ বলে ৩৮ রান করা রনি তালুকদার।তবে জয়ের জন্য বাকি কাজটুকু সেরেছেন লিউইস ও মেহেদী মারুফ। এরই মধ্যে ৬৪ বলে সেঞ্চুরি করেন লেউইস। মুস্তাফিজুরের বলে সিঙ্গেল নিয়ে চলতি বিপিএলে প্রথম শতকের মালিক হন তিনি। শেষ পর্যন্ত ৮ বল হাতে থাকতেই জয়ের বন্দরে পৌছায় বরিশাল বুলস। জয়সূচক রানটি করেন অবশ্য মেহেদী। ১৪ বলে ১৫ রানে অপরাজিত থাকেন তিনি। আর মূল জয়ের নায়ক লেউইস ৬৫ বলে ১০১ রানে থাকেন অপরাজিত। দারুণ এই ইনিংসে লেউইস হাঁকিয়েছেন সাতটি চার ও ছয়টি ছক্কা। সেঞ্চুরির সুবাদে অনুমিতভাবে ম্যাচ সেরাও হয়েছেন বরিশালের এভিন লেউইস। ১ ডিসেম্বর,২০১৫/ এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে