মঙ্গলবার, ০১ ডিসেম্বর, ২০১৫, ১০:৪৩:০৯

‘দুই সপ্তাহে কাউকে জন্টি রোডস বানানো যায় না’

‘দুই সপ্তাহে কাউকে জন্টি রোডস বানানো যায় না’

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের এবারের আসরে সবচেয়ে বাজে ফিল্ডিং করেছে তামিমের চিটাগং ভাইকিংস। এবারের আসরে শুরু থেকেই দলটি মাঠে দেখিয়েছে ক্যাচ মিসের মহাৎসব। ফলে ইতিমধ্যেই তারা তিন ম্যাচ হেরেছে। পঞ্চম ম্যাচেও একই অবস্থা। তাই সবার আগে কাঠগড়ায় চিটাগংয়ের ফিল্ডিং কোচ মারভান আতাপাতু। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে প্রশ্নের মুখে মারভান আতপাতু বলেন, ‘এটা আত্মবিশ্বাসের খেলা। দুই সপ্তাহে কাউকে জন্টি রোডস বা হার্শেল গিবস বানানো যায় না। কিন্তু এই আত্মবিশ্বাস আপনাকে ভালো নয়তো সাধারন ফিল্ডারে পরিণত করবে।’ আত্মবিশ্বাস যে আগের পর্যায়ে নেই সেটাও মেনে নিতে দ্বিধা দেখালেন না আতাপাত্তু। তিনি বলেন, ‘যে আত্মবিশ্বাস ছিল চার ম্যাচ খেলার পর সেটা নিচুতে নেমে এসেছে। এই খোলস থেকে আমাদের বের হয়ে আসতে হবে। এরপর ভাবতে হবে আমাদের জন্য টুর্নামেন্ট কতটা শেষ হয়েছে। আমরা কি পারি সেটা আমাদের দেখাতেই হবে।’ আতাপাত্তু ঘুরেফিরে আত্মবিশ্বাসের কথাই বারবার বললেন। যেটা তাদের ঝুলিতে আর একটু অবশিষ্ট নেই বললেই চলে। চিটাগং কোচ বলছেন, ‘সবচেয়ে সহজ কাজ হচ্ছে সমালোচনা করা। সবাই সেটা করতে পারে। কিন্তু হাতে গোণা কয়েকজন দলকে আত্মবিশ্বাস যোগাতে পারে।’ ১ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ/ রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে