মঙ্গলবার, ০১ ডিসেম্বর, ২০১৫, ১১:১১:০৬

এ দৃশ্যটা চলমান বিপিএলে প্রথম দেখা গেল

এ দৃশ্যটা চলমান বিপিএলে প্রথম দেখা গেল

স্পোর্টস ডেস্ক: ২২ নভেম্বর থেকে শুরু হওয়া বাংলাদেশ প্রিমিয়ার (বিপিএল) সবমিলে এই পর্যন্ত মাঠে ম্যাচ গড়েছে ১৫ টি। তবে ১৫টি ম্যাচে যে দৃশ্যটা দেখা যায়নি, তা দেখা গেল ১৬ তম ম্যাচে । চলমান আসরে এই প্রথম সেঞ্চুরি করেছেন বরিশাল বুলসের ক্রিকেটার এভিন লিউইস। মঙ্গলবার চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে আগে ব্যাট করে ৫ উইকেটে ১৫৮ রান করে ঢাকা। জবাবে লুইসের ব্যাটিং তাণ্ডবে মাত্র এক উইকেট হারিয়ে আট বল হাতে বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় বরিশাল। মাত্র ৬৫ বলে ছয়টি ছক্কা আর সাতটি চারে সেঞ্চুরি করেও ১০১ রান নিয়ে অপরাজিত থাকেন লিউইস। এই ম্যাচে ঢাকা ডায়নামাইটসকে ৯ উইকেটে হারায় বরিশাল বুলস। প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন এভিন লিউইস। বিপিএলের ইতিহাসে এই পঞ্চম সেঞ্চুরি। এর আগে ক্রিস গেইল ২টি, আহমেদ শেহজাদ ১টি ও ডাওয়েন স্মিথ ১টি করে সেঞ্চুরি করেছিলেন। এর মধ্যে গেইল ও শেহজাদ বরিশাল বার্নার্সের হয়ে সেঞ্চুরি করেছিলেন। আর স্মিথ করেছিলেন খুলনা রয়েল বেঙ্গলসের হয়ে। ১ ডিসেম্বর,২০১৫/ এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে