বুধবার, ০২ ডিসেম্বর, ২০১৫, ০১:৪৭:১৫

এখনও সম্ভাবনা রয়েছে চিটাগং ভাইকিংসের!

এখনও সম্ভাবনা রয়েছে চিটাগং ভাইকিংসের!

স্পোর্টস ডেস্ক : ছয় ম্যাচের পাঁচটিতেই হেরেছে, রয়েছে বিপিএলের পয়েন্ট তালিকার তলানিতে। তারপরও শেষ চারে থাকার আশা ছাড়তে রাজি নন চিটাগং ভাইকিংসের কোচ মারভান আতাপাত্তু। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মঙ্গলবার রংপুর রাইডার্সের কাছে ৯ উইকেটে হারার পর সংবাদ সম্মেলনে আতাপাত্তু জানান, খুব ভালো ক্রিকেট খেললে এখনও তাদের সেরা চারে থাকা সম্ভব। আতাপাত্তু বলেন, আমি মনে করি, আমাদের এখনও সম্ভাবনা রয়েছে। তবে এর জন্য আমাদের খুব, খুব ভালো ক্রিকেট খেলতে হবে। আমাদের রান রেট ভালো করতে হবে। টি-টোয়েন্টিতে খুব দ্রুত যে কোনো কিছু ঘটে যেতে পারে। আইপিএল, সিপিএলের মতো টুর্নামেন্টে ঘুরে দাঁড়ানোর নজির আছে। আশা করি, আমরাও তেমন কিছু করতে পারব। ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা রংপুরের থেকে ৬ পয়েন্টে পিছিয়ে আছে চিটাগং। কুমিল্লা ভিক্টোরিয়ান্স, বরিশাল বুলস ও ঢাকা ডায়নামাইটসের থেকে ৪ পয়েন্ট করে পিছিয়ে ভাইকিংস। তবুও ঘুরে দাঁড়াতে নিজেদের মেলে ধরার মন্ত্র শুনিয়েছেন আতাপাত্তু। তার আশা, নিজেদের নামের প্রতি সুবিচার করে বেঁচে থাকা সুযোগটা কাজে লাগাবেন শিষ্যরা। ০২ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে