বুধবার, ০২ ডিসেম্বর, ২০১৫, ০২:৩৮:৫৫

কোহলি আমার থেকে বেশি আগ্রাসী: অনুষ্কা

কোহলি আমার থেকে বেশি আগ্রাসী: অনুষ্কা

স্পোর্টস ডেস্ক : বিরাট কোহলির সাথে তার সম্পর্কের কথা কারও জানতে আর বাকি নেই৷ তবু, কৌতূহল মিটেও মেটে না সবার৷ যখনই এই দু’জনকে একসঙ্গে দেখা যায়, শুরু হয় গুঞ্জন৷ যখন পাশাপাশি, কাছাকাছি দেখা যায় না, তখনও চলতে থাকে গুঞ্জন! ক্রমাগত এই নজরদারি, এই চর্চা তার পছন্দ নয়৷ ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে বিশেষ কথাও বলেন না৷ তবে এবার মুখ খুললেন অনুষ্কা শর্মা৷ মাঠে বিরাটের আগ্রাসন সবাই দেখেছে৷ ব্যক্তিগত জীবনে কেমন? অনুষ্কা এ প্রশ্নের জবাবে জানিয়েছেন, ‘বলতে পারেন, আমরা দু’জনেই একরকম৷ তবে আমি ওর মতো অতটা আগ্রাসী নই৷ বিরাটের আগ্রাসন সত্যিই বেশি৷ আসলে ও খুবই আবেগপ্রবণ৷ এই একটা জায়গায় পার্থক্য ছাড়া, আমাদের বাদ-বাকি বিষয়ে দারুণ মিল আছে৷ আমরা দু’জনেই জীবনের কাছে একই প্রত্যাশা রাখি৷’ এখানেই শেষ নয়৷ অনুষ্কা আরও জানিয়েছেন, ‘আমাদের সম্পর্ক আছে৷ এটা অস্বাভাবিক কিছু নয়৷ স্বাভাবিক একটা ব্যাপার৷ কারও দাবার ঘুঁটি হতে আমরা পছন্দ করি না৷ আমরা জীবনকে, নিজেদের মর্জিতে এগিয়ে নিয়ে যেতে চাই৷ গ্যালারিতে আমি দাঁড়িয়ে আছি, আর বিরাট রান পেল না৷ এই ধরনের মুহূর্তে খুঁতখুঁত ব্যাপারটা আমার মধ্যেও শুরু হয়৷ মনে হয়, আমি এলাম বলেই কি কোনও গোলমাল হল? প্রথম প্রথম এই ভাবনাটা আমাকে গ্রাস করত৷ কিন্তু, ধীরে ধীরে এই ভাবনাটাকে ঝেড়ে ফেলেছি৷ ইতিবাচক ভাবনাকে গুরুত্ব দিতে শুরু করেছি৷ আমরা দু’জনেই খুব সাধারণ মানুষ৷ মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসেছি৷ কারও কোনও সাহায্য ছাড়াই এই জায়গায় পৌঁছেছি৷ এ কারণেই, আমরা একে-অন্যকে শ্রদ্ধা করি৷’ লোকে যে তাদের নিয়ে এত কথা বলেন৷ ব্যাপারটা সামলান কীভাবে? অনুষ্কার জবাব, ‘আমি নিজেই নিজেকে বুঝিয়েছি এ ব্যাপারে৷ লোকের কথা শুনে আমি যদি পথ চলার চেষ্টা করি, কী করব, কী না করব, সেটা যদি লোকে আমার হয়ে ঠিক করে দেয়, তা হলে সমস্যা বাড়বে৷ এটা তো তবে আমার জীবন হবে না৷ অন্যের দ্বারা পরিচালিত জীবন হবে৷ আমার জীবনের রাশ অন্যের হাতে কিছুতেই তুলে দিতে পারি না৷ হ্যাঁ, কখনও কখনও কোনও কথা শুনে আমিও কষ্ট পাই৷ হীনমন্যতায় ভুগতে থাকি৷ তবে ওই সময় আমি নিজেই নিজেকে প্রশ্ন করি, হয় এই সব লোকের কথা শুনে, খেলা দেখতে যাবে না৷ নয়, নিজের যা ইচ্ছে, তাই করো৷ আমার সঙ্গে বিরাটের সম্পর্ক আছে৷ বিরাট যদি চায়, তা হলে আমি অবশ্যই মাঠে যাব৷ তাতে লোকে যা খুশি বলুক৷ আমার কান দিয়ে কী লাভ?’ ০২ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে