বুধবার, ০২ ডিসেম্বর, ২০১৫, ০৬:৫৫:৩৪

বাবার মতোই ঢুসো মেরে লাল কার্ড জিদান-পুত্রের

বাবার মতোই ঢুসো মেরে লাল কার্ড জিদান-পুত্রের

স্পোর্টস ডেস্ক : বাবার দেখানো পথেই হাঁটুক ছেলে৷ সব অভিভাবকই চান৷ কিন্তু, তা বলে এভাবে অনুকরণ করবে? যেটা ভুল, মুহূর্তের উত্তেজনায় ঘটে যাওয়া, তাকে নকল করবে? আর নকল করতে গিয়ে বিতর্কে জড়াবে! না, কোনও অভিভাবকই চান না৷ কিন্তু লুকা জিদানকে কে বোঝাবে? রিয়েল মাদ্রিদের অনূর্ধ্ব ১৭-র গোলকিপার লুকা বিপক্ষের ফুটবলারকে ঢুসো মেরেছে! শুধু তাই নয়, লাথিও চালিয়েছে মাথা গরম করে৷ আর এই অপরাধে তাকে লাল কার্ড দেখিয়ে মাঠের বাইরে বের করে দেন রেফারি৷ ঠিক কী ঘটেছিল? অনূর্ধ্ব ১৭ পর্যায়ের ডার্বি ম্যাচ খেলতে নেমেছিল লুকা৷ রিয়েল মাদ্রিদ বনাম অ্যাটলেটিকো মাদ্রিদের সেই ম্যাচে চার গোল হজম করতে হয় গোলকিপার লুকাকে৷ একের পর এক গোল খেতে থাকায়, মেজাজ ঠিক রাখতে পারেনি সে৷ বিপক্ষের ‌প্লেয়ারদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে প্রথমে৷ তারপর তেড়ে গিয়ে মাথা দিয়ে ঢুসোও দেয়৷ এই ঘটনার জেরে দু দলের ‌প্লেয়ারদের মধ্যে যখন অশান্তি লেগে গিয়েছে, সেই সময় লাথিও মারে লুকা বিপক্ষের ফুটবলারকে৷ জুনিয়র জিদানের কাণ্ড দেখে সবারই মনে পড়েছে ২০০৬ সালে বিশ্বকাপের ফাইনালে মাতেরাজ্জিকে জিদানের ঢুসো মারার ঘটনা৷ দিনটা লুকার জন্য যতখানি খারাপ ছিল, রিয়েলের জন্যও ততটাই৷ ২-৪ ব্যবধানে হেরেছে তারা৷ ০২ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে