বুধবার, ০২ ডিসেম্বর, ২০১৫, ১০:০৭:০৪

বিপিএলে কেমন খেলছেন গুরু-শিষ্য আমির ও মুস্তাফিজ?

বিপিএলে কেমন খেলছেন গুরু-শিষ্য আমির ও মুস্তাফিজ?

স্পোর্টস ডেস্ক : মুস্তাফিজুর রহমান বাংলাদেশের সেরা বোলার হিসাবে বিবেচিত হন। তার বোলিংয়ে বড় বড় সাফল্য এসেছে বাংলাদেশের ক্রিকেটে। এই কাটার বয়ের বোলিংয়ে ধস নামে ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনে। অন্যদিকে বিশ্বের সেরা বোলার হিসাবে এখনো বিবেচনা করা হয় মোহাম্মদ আমিরকে। বিশ্বের অন্যতম সেরা ব্যাটিং লাইনআপে একাই ধস নামান কাটারবয় মুস্তাফিজ। এই মুস্তাফিজ খেলছেন ঢাকা ডিনামাইটসের হয়ে। ধারনা করা হয় তিনি একাই হয়তো বড় একটি দেয়াল হয়ে দাঁড়াবেন এই আসরে। ভারতের বিপক্ষে নিজের অভিষেক ম্যাচে ৬ টি উইকেট শিকার করে ইতিহাসের সেরা মানুষটি হন তিনি। বিপিএলে মুস্তাফিজ সাফল্য পেলেও তার কাছ থেকে প্রত্যাশিত ক্রিকেট পাচ্ছে না ঢাকা ডিনামাইটস। মুস্তাফিজ ৫টি ম্যাচে মাঠে নেমে ৮ টি উইকেট নিয়েছেন। মুস্তাফিজের উপরে রয়েছেন আরো ৬ জন বোলার। বোলাদের মধ্যে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব সর্বোচ্চ ১২ টি উইকেট পেয়েছেন। অন্যদের মধ্যে কেভিন কুপার পেয়েছেন ১১ টি। আবু হায়দার পেয়েছেন ১০ টি উইকেট। সেরা পাঁচেও নেই মুস্তাফিজ। কুলারসাকারা নিয়েছেন ৯ টি উইকেট। শহীদ পেয়েছেন ৮ টি উইকেট। এরপরে ৬ নম্বরে রয়েছেন পাকিস্তানের হয়ে বিশ্ব আইকন হয়ে ওঠা মোহাম্মদ আমির। আমিরের পরে সাতে রয়েছেন ইতিহাসের আরেক বরপুত্র মুস্তাফিজ। এরা দুই জন সাফল্য পেলেও তারকা বোলার হিসাবে যতটা প্রত্যাশা সেটা পূরণ করতে পারছেন না তারা। বাংলাদেশের সেরা ক্রিকেট প্রতিভা সাকিব আল হাসান এই দুইজনের চেয়ে বেশ উচ্চতায় অবস্থান করছেন। মুস্তাফিজ নিজের ছায়াগুরু হিসাবে মানেন আমিরকে। এই গুরু-শিষ্যর দিকে নজর ভক্তদের। এছাড়া পেরেরো, আল আমিন, আবুল হাসান ও সফিউলও ৮ টি করে উইকেট শিকার করেন। ২০১৫ বিপিএলে রাজত্ব দেখাতে পারেন সাকিব। সাকিব অলরাউন্ডার হয়েও সেরা উইকেটশিকারি হলে বোলারদের উপরেও আধিপত্য স্থাপিত হবে তার। ২ ডিসেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে