বুধবার, ০২ ডিসেম্বর, ২০১৫, ১০:৪৭:১৩

আম্পায়ারের ভুল সিদ্ধান্তে চটেছেন ক্রিকেটাররা

আম্পায়ারের ভুল সিদ্ধান্তে চটেছেন ক্রিকেটাররা

স্পোর্টস ডেস্ক : আম্পায়ারের ভুল সিদ্ধান্ত নেয়ার প্রসঙ্গ টানলে বাংলাদেশ ও ভারতের পাঠকদের হয়তো শুরুতেই মনে পড়বে ২০১৫ বিশ্বকাপে বিতর্কিত সিদ্ধান্ত নেয়ার কথা। ক্রিকেটের সাথে সে ঘটনাটি যুক্ত থাকবে অজীবন। তবে এরই মধ্যে ঘটেছে আম্পায়ারের আরেকটি কাণ্ডজ্ঞানহীন সিদ্ধান্ত নেয়ার ঘটনা। এই ঘটনায় ফুঁসে ওঠে নিউজিল্যান্ডের ক্রিকেটাররা। তবে শুরুতেই জানানো যাক যে, আইসিসি এটাকে আমলে নিয়ে পর্যবেক্ষণ করেছে। আম্পায়ার যে ভুল সিদ্ধান্ত নিয়েছেন সে বিষয়ে অভিযোগকারীদের সাথে একমত হয়েছে আইসিসি। আউট হলেও ডিআরএস নাটকে ভুল সিদ্ধান্ত নিয়ে বাঁচিয়ে দেন নাথান লায়নকে। পরে তিনি পিটার নেভিলকে নিয়ে অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে যোগ করেছেন আরও ৭২ রান। আম্পায়ার ছিলেন নাইজেল লং। তৃতীয় টেস্টে অস্ট্রেলিয়া মাত্র ৩ উইকেটে জয় পায়। নিউজিল্যান্ডের যৌক্তিক আবেদনে আম্পায়ার সাড়া দিলে এই টেস্ট পক্ষে যেতে পারত কিউদের। এ নিয়ে ক্ষোভ ও আক্ষেপ ম্যাককালামদের। আইসিসি অবশ্য জানিয়েছে, বিতর্কিত বলে ডিআরএস পদ্ধতির আশ্রয় নেয়া ঠিক আছে। তবে এই পদ্ধতির মাধ্যমে সঠিক সিদ্ধান্ত নিতে পারেননি ওই আম্পায়ার। ২ ডিসেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে