বুধবার, ০২ ডিসেম্বর, ২০১৫, ১১:২৭:৫২

অপমান থেকে বাঁচলেন আফ্রিদি!

অপমান থেকে বাঁচলেন আফ্রিদি!

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের বহুল আলোচিত ক্রিকেটার শহীদ খান আফ্রিদি এখন বেশ আলোচনাই। এই বয়সেও বেশ সুনাম কুড়িয়েছেন তিনি। একটি বড় অপমানের সামনে ছিলেন আফ্রিদি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের অনেকেই কষেছিল এই ছক। টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের কাছে ৩ ম্যাচের সিরিজে হোয়াইট ওয়াশ হয় পাকিস্তান। আফ্রিদি সিরিজ সেরা হওয়ার পাশাপাশি রেকর্ড করলেও মন ভরেনি পিসিবির। এই হারের প্রতিক্রিয়ায় পিসিবি কর্মকর্তা ইজাজ ব্যাট বলেছেন, এটা খুবই উদ্বেগজনক। পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান শাহরিয়ার খানের সাথে এ নিয়ে বৈঠক করেছেন তিনি। আফ্রিদিকে পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়কের পদ থেকে সরিয়ে দেয়ার দাবি তোলা হয় বেশ কয়েক মাস আগে থেকেই। শাহরিয়ার খান সে দাবির কোনো পাত্বাই দেননি এতদিন। এবার দলের হোয়াইট ওয়াশ হওয়ায় এই বিষয়ে চিন্তিত শাহরিয়ারও। তবে আফ্রিদির ব্যক্তিগত পারফর্ম বাঁচিয়ে দিয়েছে তাকে। দল খারাপ করলেও নিজের ফর্মের কারণে নিশ্চিত অপমান থেকে রেহাই পেয়েছেন বুমবুম আফ্রিদি। প্রসঙ্গত, ২০১০ সালে টেস্ট ক্রিকেটকে বিদায় বলেন আফ্রিদি, ২০১৫ বিশ্বকাপের পর ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানান তিনি। এই আফ্রিদি চান ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে জ্বলে উঠতে। ২ ডিসেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে