বুধবার, ০২ ডিসেম্বর, ২০১৫, ০১:০৯:৩৮

এ পর্যন্ত খেলার বিশ্লেষণে শিরোপা জয়ের জন্য এগিয়ে আছে যে টিম

এ পর্যন্ত খেলার বিশ্লেষণে শিরোপা জয়ের জন্য এগিয়ে আছে যে টিম

স্পোর্টস ডেস্ক : দেখতে দেখতে প্রথম পর্বের লড়াই প্রায় শেষ হওয়ার পথে। এ পর্যন্ত যে কয়টি ম্যাচ শেষ হয়েছে এর মাধ্যমে বিশ্লেষণ করা যায় অনেক কিছুই। ২০১৫ বিপিএল আসরের শিরোপা কোন টিম জিতবে সে সম্পর্কে কিছুটা হলেও ধারনা পাওয়া যায়। দেখে নেয়া যাক পয়েন্ট টেবিল কি বলে? পয়েন্টে শীর্ষে রয়েছে বরিশাল বুলস। ৫ টি ম্যাচ খেলে ৮ পয়েন্ট এই টিমের। রংপুরেরও পয়েন্টও ৮। তবে এই টিম খেলেছে ৬ টি ম্যাচ। কুমিল্লাহ ও ঢাকা ৫ টি ম্যাচ খেলে ৬ পয়েন্ট নিয়ে সম্ভাবনা দেখাচ্ছে। সবচেয়ে তলানিতে রয়েছে সিলেট ও চট্টগ্রাম। বিপিএলে নাটকীয় কিছু যোগ না হলে প্রথমপর্ব শেষেই বিদায় নিতে হবে এই দুটি টিমকে। মাশরাফির কুমিল্লাহ দলে যোগ দিচ্ছেন হার্টহিটার শোয়েব মালিক। মাশরাফি নিজেই বলেছেন, ওয়েস্ট ইন্ডিজের মারলন স্যামুয়েলসের যায়গাটা পূরণ করতে পারেন মালিক। মালিক ব্যাটের পরে বলেও ভালো করেন। অন্যদিকে বরিশাল টিমে যোগ দিচ্ছেন টি-টোয়েন্টি ক্রিকেটে নিজস্ব বলয়ের নির্মাতা ক্রিস গেইল। মঙ্গলবার ঢাকা ডায়নামাইটসকে ৯ উইকেটে উড়িয়ে দিয়েছে বরিশাল টিম। মাশরাফির দলেরও দুর্দান্ত দাপুটে জয় রয়েছে। এখন পর্যন্ত শিরোপার দিকে কয়েক পা এগিয়ে বরিশাল বুলস। ঢাকা ও রংপুর ভালো খেলেও পিছিয়েই থাকতে পারে। আর এগিয়ে যেতে পারে বরিশাল বুলস ও কুমিল্লাহ ভিক্টোরিয়ান্স। বিভিন্ন দলের পারফর্মই যেন বলছে এই কথা। তবে শেষ দেখাটির অপেক্ষায় থাকতেই হবে সবাইকে। ২ ডিসেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে