বুধবার, ০২ ডিসেম্বর, ২০১৫, ০৫:২০:৪৬

তিনটি কারণে বিশ্ব একাদশে স্থান পেয়েছেন মুস্তাফিজ

তিনটি কারণে বিশ্ব একাদশে স্থান পেয়েছেন মুস্তাফিজ

স্পোর্টস ডেস্ক: ক্রিকেটের আন্তর্জাতিক সংস্থা (আইসিসি) ২০১৫ সালের জন্য টেস্ট ও ওয়ানডের দুটি আলাদা বিশ্ব একাদশ ঘোষণা করেছে। বুধবার আইসিসি টেস্ট ও ওয়ানডে দলেল ক্রিকেটারদের নাম ঘোষণা করে। এতে ওয়ানডে একাদশে সুযোগ পেয়েছেন বাংলাদেশের বাঁ হাতি পেসার মুস্তাফিজুর রহমান। এর আগে, ২০০৯ সালে প্রথম বাংলাদেশি হিসেবে টেস্টের বিশ্ব একাদশে সুযোগ পেয়েছিলেন সাকিব আল হাসান। এ বছর আইসিসির ক্রিকেট কমিটির চেয়ারম্যান অনিল কুম্বলের নেতৃত্বাধীন একটি বিশেষ প্যানেল বিশ্ব একাদশ নির্বাচনের দায়িত্ব পালন করেন। ওই প্যানেলের অন্যান্যদের মধ্যে ছিলেন সাবেক ওয়েস্ট ইন্ডিয়ান ফাস্ট বোলার ইয়ান বিশপ, সাবেক ইংলিশ ব্যাটসম্যান মার্ক বুচার ও অস্ট্রেলীয় নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক বেলিন্ডা ক্লার্ক। এই কমিটিতে সাংবাদিক প্রতিনিধি হিসেবে ছিলেন ভারতের দ্য হিন্দু পত্রিকার উপ-সম্পাদক জি বিশ্বনাথ। মুস্তাফিজ তার ক্যারিয়ারে এখন পর্যন্ত মাত্র ৯টি ম্যাচ খেলেছেন। এতো কম ম্যাচ খেলেও মূলত তিনটি কারণে মুস্তাফিজ বিশ্ব একাদশে জায়গা করে নিয়েছে। কারণগুলো হলো- ১। মুস্তাফিজ তার জীবনের প্রথম সিরিজেই ভারতের বিপক্ষে তুলে নিয়েছিলেন রেকর্ড ১৩ উইকেট। এর মধ্যে পরপর দুই ম্যাচে আছে দুটি পাঁচ উইকেট-কীর্তি। এখনো পর্যন্ত তাঁর উইকেট সংগ্রহের যে হার, তাতে দেখা যাচ্ছে প্রতি ১৭.৩ বল পর তিনি উইকেট পেয়েছেন একটি করে। ২। তিনি ৯টি ম্যাচ খেলে তুলে নিয়েছেন ২৬টি উইকেট। যার গড় মাত্র ১২.৩৪। ৩। তৃতীয় কারণটি হলো- ‘কাটার’ নামের এক বিশেষ অস্ত্র আবিষ্কার করেছেন তিনি। যা এখন বিশ্ব ক্রিকেটে তাবৎ ব্যাটসম্যানের জন্যই আতঙ্কের নাম। এবছর ওয়ানডের জন্য নির্বাচিত বিশ্ব একাদশে মুস্তাফিজের সতীর্থেরা হলেন-তিলকরত্নে দিলশান (শ্রীলঙ্কা), হাশিম আমলা (দক্ষিণ আফ্রিকা), কুমার সাঙ্গাকারা (শ্রীলঙ্কা), এবি ডি ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা), স্টিভেন স্মিথ (অস্ট্রেলিয়া), রস টেলর (নিউজিল্যান্ড), ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড), মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া), মোহাম্মদ শামি (ভারত) ও ইমরান তাহির (দক্ষিণ আফ্রিকা)। ২ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ/ রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে