বুধবার, ০২ ডিসেম্বর, ২০১৫, ০৫:৪৪:০১

র‌্যাঙ্কিংয়ে এক নম্বরে থাকা দলের কেউই নেই বিশ্ব একাদশে!

র‌্যাঙ্কিংয়ে এক নম্বরে থাকা দলের কেউই নেই বিশ্ব একাদশে!

স্পোর্টস ডেস্ক: ক্রিকেটের আন্তর্জাতিক নিয়ামক সংস্থা বুধবার ঘোষণা করেছেন ওয়ানডে ও টেস্ট দলের বিশ্ব একাদশ। তবে আইসিসি ঘোষিত টেস্ট বিশ্ব একাদশে জায়গা পাননি টেস্ট র‌্যাঙ্কিংয়ে এক নম্বরে থাকা দক্ষিণ আফ্রিকার কোন খেলোয়াড়। অথচ এই দলেই রয়েছে এবি ডি ভিলিয়ার্স, হাশিম আমলা, ডেল স্টেইনের মতো বিশ্ব তারকা। দলটি টেস্ট র‍্যাঙ্কিংয়ে এতোটাই এগিয়ে যে আপাতত র‍্যাঙ্কিংয়ের লড়াইটি হচ্ছে দ্বিতীয় স্থান নিয়ে। যেকোনো বিচারেই টেস্টের সেরা দল এখন দক্ষিণ আফ্রিকা। কিন্তু এ বছর আইসিসি ঘোষিত সেরা টেস্ট একাদশে এ দলের কেউই স্থান পাননি। তবে এর পেছনে কিছুটা কারণ খুঁজে পাওয়া যাচ্ছে। বিশ্বসেরা টেস্ট একাদশে জায়গা করে নিতে না-পারার দায় ডি ভিলিয়ার্স-আমলাদেরই বেশি। কারণ, ২০১৪ সালের সেপ্টেম্বর থেকে ২০১৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত সময়ে আন্তর্জাতিক ক্রিকেটে পারফরম্যান্সের ভিত্তিতে বিশ্ব একাদশ গড়া হয়েছে। ওই সময়ের মধ্যে দক্ষিণ আফ্রিকা একে তো টেস্ট খেলেছে খুবই কম, তার ওপর যা একটু খেলার সুযোগ পেয়েছেন আমলারা, সেখানেও করে দেখাতে পারেননি আহামরি কোনো কিছু। ফলে র‍্যাঙ্কিংয়ে বিশ্বসেরা টেস্ট দলের কেউই ঢুকতে পারেননি বছরের সেরা টেস্ট দলে। বছরের সেরা টেস্ট একাদশ: ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া),অ্যালিস্টার কুক (ইংল্যান্ড) (অধিনায়ক), কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড), ইউনিস খান (পাকিস্তান), স্টিভেন স্মিথ (অস্ট্রেলিয়া), জো রুট (ইংল্যান্ড), সরফরাজ আহমেদ (পাকিস্তান), স্টুয়ার্ট ব্রড (ইংল্যান্ড), ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড), ইয়াসির শাহ (পাকিস্তান), জশ হ্যাজলউড (অস্ট্রেলিয়া)। ২ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ/ রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে