বুধবার, ০২ ডিসেম্বর, ২০১৫, ০৬:২৩:৩৯

মাশরাফির বিধ্বংসী বোলিংয়ে অসহায় আত্মসমর্পণ ঢাকার

মাশরাফির বিধ্বংসী বোলিংয়ে অসহায় আত্মসমর্পণ ঢাকার

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১৭তম ম্যাচ আজ মুখোমুখি হয়েছিল দুই শিরোপা প্রত্যাশী দল ঢাকা ডিনামাইটস এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্স। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শ^াসরুদ্ধোকর এই ম্যাচে শেষ পর্যন্ত ১০ রানে হেরে যায় ঢাকা ডিনামাইটস। এই ম্যাচে মাশরাফি অসাধারণ বোলিং করেছেন। ব্যক্তিগত ৪ ওভার বল করে মাত্র ১৮ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট। এর আগে, ঢাকা ডিনামাইটসের অধিনায়ক কুমার সাঙ্গাকারা টসে জিতে ফিল্ডিং করা সিদ্ধান্ত নেন। কুমিল্লার দুই উদ্বোধনী ব্যাটসম্যান লিটন দাস ও আহমেদ শেহজাদ শুরু থেকে দেখে শুনে খেলার চেষ্ট করেন। তবে দলীয় ১৮ রানের মাথায় ব্যক্তিগত ৯ রান করে আউট হন শেহজাদ। এরপর দলের কোন ব্যাটসম্যানই উইকেটে বেশিক্ষণ দাঁড়াতে পারেনি। নিয়মিত বিরতিতে একের পর এক উইকেট হারিয়ে ব্যকফুটে চলে যায় কুমিল্লা। তবে শেষ দিকে আশার জাহিদির ঝড়ো ব্যাটিংয়ের উপর ভর করে নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেটের বিনিময়ে ১৪১ রান করেন। দলের পক্ষে সবোর্চ্চ ২৯ বলে ২৫ রান করে অপরাজিত থাকেন আশার জাহিদি। এছাড়া লিটন দাশ ৩১, শুভাগত হোম ২১ এবং অলক কাপালি ১০ রান করেন। ঢাকার পক্ষে ফরহাদ রেজা এবং ইয়াসির শাহ ২টি করে উইকেট শিকার করেন। এছাড়া মুস্তাফিজুর রহমান, নাসির হোসেন এবং মোশাররফ হোসেন ১টি করে উইকেট শিকার করেন। ১৪২ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ঢাকা ডিনামাইটসও সুবিধা করতে পারেনি। দলীয় ১৮ ও ৪০ রানের মাথায় দুটি উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে ঢাকা। তবে কুমার সাঙ্গাকারা ও নাসির হোসেনের দায়িত্বশীল ব্যাটিং দলকে জয়ের কাছাকাছি নিয়ে যায়। কিন্তু সাঙ্গাকারা ব্যক্তিগত ৩০ ও নাসির ব্যক্তিগত ৩২ রান করে আউট হলে ঢাকার জয়ের স্বপ্ন ম্লান হয়ে যায়। শেষ পর্যন্ত মাশরাফির বিধ্বংসী বোলিংয়ের কাছে নির্ধারীত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩১ রানেই থেমে যায় ঢাকার ইনিংস। কুমিল্লার পক্ষে হাইদার আলী ২টি উইকেট শিকার করেন। এছাড়া ১টি করে উইকেট লাভ করেন মাশরাফি এবং শুভাগত হোম। ২ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ/ রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে