বুধবার, ০২ ডিসেম্বর, ২০১৫, ০৬:৪১:২৬

আইসিসিকে কোহলির পাল্টা তীর

আইসিসিকে কোহলির পাল্টা তীর

স্পোর্টস ডেস্ক: ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচটি ১২৪ রানে জিতে সিরিজ জিতেছে ভারত। অপর দিকে এই হারের মধ্যে দিয়ে দীর্ঘ ৯ বছর আর ১৫ সিরিজ পর এই প্রথম বিদেশের মাটিতে হেরেছে প্রোটিয়ারা। ভারতের এই জেতার পেছনে অবশ্য নিজেদের খেলোয়াড়দের চেয়ে বেশি কৃতিত্ব দেখিয়েছে উইকেট। ভারত ঘরের মাঠের ফায়দা তুলতে এমন পিচ বানিয়েছে যে, সেটা সীমাও ছাড়িয়ে গেছে কি না এমন আলোচনায় তুঙ্গে এখন গোটা ক্রিকেট বিশ্ব। ভারতের এমন চালাকির জবাবে কাল আইসিসির ম্যাচ রিপোর্টে আনুষ্ঠানিকভাবে নাগপুর পিচকে ‘খারাপ’ রেটিং দেওয়া হয়েছে। এবার আইসিসিকেও একহাত নিয়ে নিলেন ভারতের টেস্ট অধিনায়ক। প্রশ্ন তুলছেন, কেন দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার পিচ নিয়ে কেউ কিছু বলে না! আজ সংবাদ সম্মেলনে ভারত অধিনায়ক বললেন, ‘দক্ষিণ আফ্রিকাতেও তো ইনিংসে ৫০-এর কম রান হয়েছে তিন বার। কই, সেটি নিয়ে তো কিছু লেখা হয়নি। দক্ষিণ আফ্রিকায় ছয় বার ১০০-এর নিচে আউট হয়ে গেছে দলগুলো। তা নিয়ে কখনো সংবাদমাধ্যমে কোনো রিপোর্ট দেখলাম না।’ কোহলি নাকি জয়ের জন্য মরিয়া। ভালোবাসা আর যুদ্ধে অন্যায় বলে কিছু নেই—এটাই তাঁর দর্শন। তাঁর বানিয়ে দেওয়া রেসিপি মেনেই কিউরেটরা নাকি এমন ​স্পিনের বিষমাখা উইকেট বানাচ্ছেন। তবে কোহলি বলছেন, ‘দেখুন, লিখতে চাইলে লেখাই যায়। এটা মনোভাব বা মতামতের ব্যাপার। এগুলোর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমি এগুলো বুঝি না, এগুলো নিয়ে ভাবিও না। মানুষ যা ইচ্ছা তা-ই বলতে পারে। আমরা যা সবচেয়ে ভালো পারি তা-ই করে যাব।’ গতকাল তো নাগপুর টেস্টের ম্যাচ পরিচালনাকারী আম্পায়ার জেফ ক্রোও তাঁর প্রতিবেদনে এই পিচকে ‘খারাপ’ বলেই রায় দিয়েছেন। সে কারণে নড়েচড়ে বসেছে আইসিসিও। শোনা যাচ্ছে, ভারতের জরিমানাও হতে পারে এমন উইকেট বানানোর জন্য। ‘মানুষ যা ইচ্ছা তা-ই বলতে পারে’—এই কথার জেরে সংবাদ সম্মেলনে আইসিসির প্রতিবেদন নিয়ে কোহলির মন্তব্য জানতে চাওয়া হয়। শুধু তো ‘মানুষ’ নয়, ক্রিকেটে অভিভাবক সংস্থাও তো এ নিয়ে অনেক কিছু বলছে। এ ক্ষেত্রে কোহলির জবাব, ওই সব ‘মানুষ’ এবং ‘আইসিসি’কে তিনি দেখছেন একই দৃষ্টিতে, ‘হ্যাঁ, আমি সবার কথাই বলছি (এমনকি আইসিসিও এর মধ্যে অন্তর্ভুক্ত)। শুধু যাঁরা লিখছেন সেই ব্যক্তিদের কথা শুধু বলছি না।’ সূত্র: পিটিআই। ২ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ/ রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে