বুধবার, ০২ ডিসেম্বর, ২০১৫, ০৮:৪২:৩৫

আজ জহুর আহমেদ স্টেডিয়াম ছিল মুস্তাফিজময়

আজ জহুর আহমেদ স্টেডিয়াম ছিল মুস্তাফিজময়

জুবায়ের রাসেল: বিপিএলে নিজেদের আজকের ম্যাচে মোটেও ভালো বল করতে পারেন নি ঢাকার পেসার মুস্তাফিজুর রহমান। ৪ ওভার বল করে দিয়েছেন ৩৩ রান। উইকেট পেয়েছেন মাত্র ১টি। নিজের দলও হেরেছে ১০ রানে। তাতে কি আজকের দিনটি তবুও ছিল মুস্তাফিজময়। স্টেডিয়ামের বড় পদার্য় মাঝে মাঝে ভেসে উঠেছে ‘অভিন্দন’, সেই সঙ্গে মুহুর্মুহু করতালিতে মুখোরিত গোটা জহুর আহমেদ স্টেডিয়াম। হবে না? আইসিসি ঘোষিত ওয়ানডের বিশ্ব একাদশে প্রথম বাংলাদেশি হিসেবে সুযোগ পেয়েছেন তিনি। আন্তর্জাতিক ক্যারিয়ারে খুব বেশি ম্যাচ খেলা হয়নি তার। মাত্র ৯টি ম্যাচ খেলেছেন তিনি। তাতেই নিজেকে চিনিয়েছেন অন্যভাবে। নিয়েছেন ২৬টি উইকেট। তবে তার অভিষেক সিরিজটি ছিল আরও ভয়ঙ্কর। ঘরের মাঠে ভারতের বিপক্ষে মাত্র তিনটি ওয়ানডে খেলে নিয়েছিলেন ১৩ উইকেট। যার প্রথম দুই ম্যাচের উইকেট সংখ্যা ছিল ১১টি। মুস্তাফিজুরের ছোট্ট ক্যারিয়ারে অর্জন কিন্তু বিশাল। বিপিএল মাঠে তাই তো আজ সবচেয়ে আলোচিত মুখের নামই যে ‘কাটার’ মুস্তাফিজ। তাই তো ম্যাচের অধিনায়ক কিংবা ভালো পারফর্মেন্স দেখাতে না পারলেও আজ ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তাকেই পাঠানো হয়েছে। এ অর্জনে মুস্তাফিজের প্রতিক্রিয়া যথারীতি সংক্ষিপ্ত, ‘ম্যাচের সময় সবাই অভিনন্দন জানিয়েছিল। অনেক ভালো লেগেছে।’ ভালো লাগার মাত্রাটা কেমন? মুস্তাফিজের জবাব, ‘সেরা একাদশে আছি। বেশি খুশি হওয়ারই কথা। ছোট হিসেবে সুযোগ পেলাম, ভালোই লাগছে।’ একাদশে যে সব বোলার সুযোগ পেয়েছেন, অর্থাৎ​ মিচেল স্টার্ক, ট্রেন্ট বোল্ট, ইমরান তাহির, মোহাম্মদ শামির তুলনায় মুস্তাফিজ ‘ছোট’ই । ১৮ সেপ্টেম্বর ২০১৪ থেকে ১৩ সেপ্টেম্বর ২০১৫ পর্যন্ত এ সময়সীমার মধ্যে সবচেয়ে কম ম্যাচও খেলেছেন মুস্তাফিজই। তবে পারফরম্যান্সে তাঁকে সবার ওপরে রাখতেই হবে। এত অল্প সময়ে এত অর্জন, কীভাবে দেখছেন? স্বভাবসুলভ সারল্য ভরা হাসিতে মুস্তাফিজের প্রতিক্রিয়া আরও সংক্ষিপ্ত, ‘ওপরঅলা দিয়েছেন। সব সময় চিন্তা থাকে ভালো করার।’ ২ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ/ রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে