বুধবার, ০২ ডিসেম্বর, ২০১৫, ১০:৩১:১৪

যেকোন সময় সাকিবকে টপকে যেতে পারেন আফ্রিদি

যেকোন সময় সাকিবকে টপকে যেতে পারেন আফ্রিদি

স্পোর্টস ডেস্ক: সম্প্রতি শেষ হওয়া ইংল্যান্ড-পাকিস্তান সিরিজে ৩-০ ব্যবধানে পরাজিত হয়েছে পাকিস্তান। হোয়াইটওয়াশের লজ্জা বড় ধরণের আঘাত করেছে তাদের টি-২০ র‌্যাঙ্কিংয়ে। সিরিজ শুরুর আগে পাকিস্তানের অবস্থান ছিল যেখানে দুই নম্বরে, সিরিজ শেষে তারাই নেমে গেছে ছয় নম্বরে। আর ইংল্যান্ডের অবস্থান এখন চারে। তবে, র‍্যাংকিংয়ে পাকিস্তান নিচে নেমে গেলেও তাদের টি-টোয়েন্টি অধিনায়ক শহীদ আফ্রিদি এই সিরিজের পারফরম্যান্সের জন্য অলরাউন্ডার র‍্যাংকিংয়ে এক ধাপ এগিয়ে চলে এসেছেন দুই নম্বরে। এই মুহূর্তে আফ্রিদির রেটিং পয়েন্ট ৩৩০। আর বাংলাদেশের অলরাউন্ডার সাকিবের ৩৬২ রেটিং পয়েন্ট নিয়ে আছে তালিকার শীর্ষে। তবে আফ্রিদ্রির সাম্প্রতিক পারফর্মেন্স অনুযায়ি সহজেই আঁচ করা যায় অচিরেই হয়তো তিনি সাকিবকে টপকে শীর্ষে চলে যাবেন। কারণে সাকিব সাম্প্রতিক সময়গুলোতে বল হাতে কারিশমা দেখালোও ব্যাট হাতে তেমনটা জ্বলে উঠতে পারছেন না। এই সিরিজে পাঁচ উইকেট শিকার করে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি উইকেট পাওয়া বোলারও এখন শহীদ আফ্রিদি। তিনি পিছনে ফেলেছেন স্বদেশী সাঈদ আজমলকে, যার উইকেট সংখ্যা ৮৫। টি-টোয়েন্টি বোলারদের র‍্যাংকিংয়ে ৬৭০ রেটিং পয়েন্ট নিয়ে আফ্রিদির অবস্থান ৬ষ্ঠ, শীর্ষে থাকা ওয়েস্ট ইন্ডিজ স্পিনার সুনীল নারাইনের রেটিং পয়েন্ট ৭৭৩। ২ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ/ রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে