বুধবার, ০২ ডিসেম্বর, ২০১৫, ১১:৩৮:১৩

বড় বনে ছোট বাঘ মুস্তাফিজ

বড় বনে ছোট বাঘ মুস্তাফিজ

স্পোর্টস ডেস্ক: এবি ডি ভিলিয়ার্স, হাশিম আমলা, দিলশান, কুমার সাঙ্গাকারা, স্টিভেন স্মিথ, রস টেলর, মিচেল স্টার্ক, ট্রেন্ট বোল্ট, মোহাম্মদ সামি ও ইমরান তাহির, জো রুটের মতো বড় বড় ক্রিকেটার তারকাদের দলে টুকে গেলেন বাংলাদেশের কাটার বয় মুস্তাফিজুর রহমান। বুধবার আইসিসির ক্রিকেট কমিটির চেয়ারম্যান অনিল কুম্বলের নেতৃত্বাধীন একটি বিশেষ প্যানেল টেস্ট ও ওয়ানডের জন্য আলাদা দল ঘোষণা হয়। ঘোষিত সেই স্কোয়ার্ডে ওয়ানডে সেরা একাদশের জায়গা করে নিয়েছেন ছোট্ট এই টাইগার। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই বল হাতে দ্যুতি ছড়িয়ে চলেছেন কাটার বয় খ্যাত মুস্তাফিজুর রহমান। মাত্র নয়টি একদিনের ম্যাচ খেলে উইকেট শিকার করেছেন ২৬টি। অল্প সময়ে বেশ কয়েকটি রেকর্ডও জমা হয়েছে তার প্রাপ্তির ঝুলিতে। বছর শেষে এমন দুর্দান্ত পারফরম্যান্সের প্রাপ্তিও পেলেন মুস্তাফিজ। মাত্র ২০ বছর বয়সে এত বড় অর্জনে মুস্তাফিজকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ওখানে বড় বড় ক্রিকেটাররা রয়েছেন। আমারও ছোট হিসাবে সেখানে ধরছে। তবে সেখানে চান্স পেয়ে আমার খুব ভালো লেগেছে। ওখানে যখন সুযোগ দিয়েছে তখন থেকেই ভালো খেলার চিন্তা ছিল। ২ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে