বৃহস্পতিবার, ০৩ ডিসেম্বর, ২০১৫, ০১:১৫:৫৬

তামিম-দিলশান সাইক্লোনে ম্লান আফ্রিদি ঝড়

তামিম-দিলশান সাইক্লোনে ম্লান আফ্রিদি ঝড়

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের যদি হয় শহীদ আফ্রিদি তবে শ্রীলংকার দিলশান ও বাংলাদেশের তামিম ইকবাল। নিজ নিজ দেশের হয়ে যেকোন সময় ঝড় হয়ে আচলে পরতে পারে প্রতিপক্ষ শিবিরের উপর। কেউ যে কারো চেয়ে কম নয়, তা আবারো প্রমান হলো বিপিএলে। আফ্রিদির ঝড়ো ব্যাটিংকে ছাপিয়ে গেছে তামিম-দিলশান জুটির সাইক্লোন। তলানির দুই দলের লড়াইয়ে সিলেট সুপার স্টার্সকে উড়িয়ে দিয়েছে চিটাগং ভাইকিংস। ব্যাটিং বিপর্যয়ে নেমে ৪১ বলে ৬২ রান করেছিলেন আফ্রিদি। ২০ ওভারে সিলেট করেছিল ৮ উইকেটে ১৩৯ রান। কিন্তু তামিম ইকবাল ও তিলকরত্নে দিলশানের ব্যাটিং তাণ্ডবে চিটাগং জিতেছে ১০ উইকেটে, ২৩ বল বাকি রেখেই! দুজনই অপরাজিত ৬৭ রানে! ৭ ম্যাচে চিটাগংয়ের এটি মাত্র দ্বিতীয় জয়। আগের জয়টি ছিল টুর্নামেন্টের দ্বিতীয় দিনে এই সিলেটের বিপক্ষেই। তামিমরা জিতেছিল ১ উইকেটে। দ্বিতীয় জয়ে পয়েন্ট তালিকায় শেষ থেকে পঞ্চমে উঠে এল চিটাগং। ছয় ম্যাচের একটি জেতা সিলেট আবার নেমে গেল তলানিতে। কিছুদিন আগে তামিম-দিলশানের জুটিকে এই বিপিএলের সবচেয়ে ভয়ঙ্কর উদ্বোধনী জুটি বলেছিলেন কুমার সাঙ্গাকারা। তবে সাঙ্গাকারার দাবি বা এই দুই ব্যাটসম্যানের সামর্থ্য, কোনোটিরই প্রতিফলন ছিল না পারফরম্যান্সে। বুধবার জ্বলে উঠলেন দুজনই। রান তাড়ায় শুরু থেকেই খ্যাপাটে ছিলেন তামিম। ইনিংসের প্রথম বলেই মোহাম্মদ শহীদকে ডাউন দ্য উইকেটে এসে বাউন্ডারি মারেন তিনি, দুই বল পরে পুনরাবৃত্তি। শেষ বলে বাউন্ডারি আরেকটি! তিলকরত্নে দিলশানও শুরু করলেন সোহেল তানভিরকে বাউন্ডারি মেরে। সময়ের সঙ্গে আরও উত্তাল দুজনের ব্যাট। তামিম একটু পিছিয়ে পড়েছিলেন। কিন্তু দারুণ কিছু শটে দিলশানের আগেই ছুঁয়ে ফেলেন পঞ্চাশ। প্রথম দুই ম্যাচে অর্ধশতকের পর দুটি তিরিশ ছাড়ানো ইনিংস, পরের দুটিতে আউট এক অঙ্কে। সপ্তম ইনিংসে আবার অর্ধশতক। ৩৬ বলে অর্ধশতক ছুঁয়ে যেভাবে মুষ্টিবদ্ধ হাত ছুঁড়লেন বাতাসে, বেরিয়ে এলো যেন অনেক রাগ-ক্ষোভ-ক্রোধ! দিলশান অর্ধশতক পেলেন এই প্রথম। মাইলফলক ছোঁয়ার পর না থেমে দুজন ফিরেছেন দলের জয় সঙ্গে নিয়েই। ৮ চারে ৫১ বলে ৬৭ রানে অপরাজিত তামিম। ৬ চার ও ৩ ছক্কায় ৪৬ বলে দিলশানও অপরাজিত ৬৭। ১০ উইকেটের জয় বিপিএল দেখল এই নিয়ে মাত্র দ্বিতীয়বার। আগেরটি ছিল প্রথম বিপিএলের প্রথম ম্যাচ। সিলেটের ১৬৫ রান তাড়ায় ৪৪ বলে ১০১ করেছিলে বরিশাল বার্নাসের ক্রিস গেইল, ৩৫ বলে ৫৬ আহমেদ শেহাজাদ। তামিম-দিলশানের আগে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম দেখেছে আফ্রিদি ঝড়। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলে শারজাহ থেকে ঢাকা হয়ে আগের দিনই এসেছেন চট্টগ্রাম। যখন উইকেটে গেলেন, ম্যাচের বয়স হয়নি ৪ ওভারও। কিন্তু ২২ রানে ৪ উইকেট হারিয়ে কাঁপছে সিলেট। সেখান থেকেই দারুণ এক ইনিংস খেলে দলকে উদ্ধার করলেন পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক। দুই দফায় ক্যাচ দিলেও হাতে জমাতে পারেননি তাসকিন। জীবন পেয়ে নতুন উদ্যমে চিটাগংয়ের বোলারদের শাসন করেছেন আফ্রিদি। শেষ পর্যন্ত আউট হয়েছেন মোহাম্মদ আমিরের দুর্দান্ত এক ডেলিভারিতে, ৪ ছক্কায় ৪১ বলে করেছেন ৬২ রান। ৩৩ বলে অর্ধশতক স্পর্শ করেন আফ্রিদি। ১৮৬ টি-টোয়েন্টিতে এটি তার মাত্র অষ্টম পঞ্চাশ, আর গত তিন বছরে প্রথম! তানভির ফেরেন ১৬ বলে ১৭ রানে। ১৩৯ রানকে তখন লড়ার মতোই মনে হচ্ছিল। দিনের আগের ম্যাচে ১৪১ রান করে জিতেছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। কে জানত, সিলেটের বোলারদের নিয়ে এভাবে ছেলেখেলা করবেন তামিম-দিলশান! ০২ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে