বৃহস্পতিবার, ০৩ ডিসেম্বর, ২০১৫, ০১:৫০:৪৮

ইংল্যান্ডের ক্রিকেটারের প্রতি মাশরাফির কৃতজ্ঞতা

ইংল্যান্ডের ক্রিকেটারের প্রতি মাশরাফির কৃতজ্ঞতা

স্পোর্টস ডেস্ক : বিদেশি ক্রিকেটার নিয়ে সমস্যায় থাকা কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জন্য সমাধান হয়ে এসেছেন আশার জাইদি। এই অলরাউন্ডারের পারফরম্যান্সে নিজের সন্তোষের কথা জানিয়েছেন দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার আন্দ্রে রাসেলের বিকল্প হিসেবে ইংল্যান্ডে স্থায়ী হওয়া পাকিস্তানের জাইদিকে দলে নেয় কুমিল্লা। প্রথম তিন ম্যাচে ব্যাটিং করতে হয়নি জাইদিকে। সেই তিন ম্যাচে সব মিলিয়ে ৬ উইকেট নেন এই বাঁহাতি স্পিনার। শেষ দুই ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ মেলে জাইদির। তাতে খেলেন ৫৩ আর ৪৫ রানের অপরাজিত দুটি ইনিংস। টেস্ট দলে ডাক পেয়ে ফিরে যাওয়া ওয়েস্ট ইন্ডিজের মারলন স্যামুয়েলসের শূন্যতা ভালোভাবেই পূরণ করছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ঢাকা ডায়নামাইটসকে ১০ রানে হারানোর পর সংবাদ সম্মেলনে মাশরাফি জানান, আশার জাইদির অলরাউন্ড নৈপুণ্যে তিনি তার কাছে কৃতজ্ঞ। “শুরু থেকে আমরা বিদেশি ক্রিকেটার কে আসবে না আসবে এইসব নিয়ে সমস্যায় ছিলাম। (আন্দ্রে) রাসেলকে নেওয়া হয়েছিল। কিন্তু সে আসার কথা ছিল পাঁচ ম্যাচ পর। কিন্তু পাঁচ ম্যাচের আগেই যদি আমরা হেরে যাই। তাহলে কিন্তু তাকে এনে কোনো লাভ হত না। তখন জাইদিকে পছন্দ করা হয়।” বাংলাদেশে খেলার অভিজ্ঞতা রয়েছে জাইদির। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে খেলেছেন এই অলরাউন্ডার। মাশরাফি মনে করেন, আগে খেলার সেই অভিজ্ঞতা এবার জাইদির কাজে লেগেছে। “তার এখানে খেলার অভিজ্ঞতা আছে, সে খেলে সেটা প্রমাণ করেছে। শেষ কয়েক ম্যাচে ব্যাট-বল দুটোতেই পারফর্ম করেছে। শেষ দুই ম্যাচে সে আমাদেরকে এমন একটা অবস্থায় নিয়ে গেছে যে, আমাদের বিশ্বাস জন্মেছে আমরা ‘ডিফেন্ড’ করতে পারব। সে যেভাবে পারফর্ম করছে আমি তার প্রতি কৃতজ্ঞ। আশা করছি, সে এটা করতে থাকবে।” বিডিনিউজ ০২ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে