বৃহস্পতিবার, ০৩ ডিসেম্বর, ২০১৫, ০২:০০:৪৯

‘মুস্তাফিজের অজর্ন পুরো বাংলাদেশেরই গর্ব’

‘মুস্তাফিজের অজর্ন পুরো বাংলাদেশেরই গর্ব’

স্পোর্টস ডেস্ক : আইসিসি ওয়ানডে একাদশে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজের এই অর্জনে অভিভূত বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। বর্ষসেরা একাদশে মুস্তাফিজুর রহমানের জায়গা পাওয়াকে পুরো দেশের জন্যই গর্বের ব্যাপার মনে করেন মাশরাফি বিন মুর্তজা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মাশরাফি সংবাদ সম্মেলনের শুরুতেই উঠল মুস্তাফিজ প্রসঙ্গ। মাশরাফি তখন বলেন, প্রশ্ন না হলেও নিজে থেকেই বলতাম। আমাদের সবার জন্য অনেক বড় অর্জন এটি। এত কম বয়সে, এত দ্রুত এত বড় জায়গায় অবস্থান করে নিয়েছে, আমি মনে করি, গোটা বাংলাদেশের জন্য গর্বের ব্যাপার। আশা করি, দেশের প্রতিটি মানুষ গর্বিত হবে ওর অর্জনে। আশাবাদী বাংলাদেশ অধিনায়ক বলেন, মুস্তাফিজ এত কম বয়সে ও এত কম সময়ে এত কিছু অর্জন করেছে, আমরা কেউ আশা করিনি। আইসিসি একাদশে জায়গা পাওয়াই শুধু নয়, যেভাবে বোলিং করছে, পুরো দলের ব্যালান্সই অন্য রকম করে দিয়েছে। আশা করি, সে এই পারফরম্যান্স ধরে রাখবে। এখানেই না থেমে এক সময় টেস্ট একাদশেও জায়গা করে নেবে। সতর্ক করে মাশরাফি আরো বলেন, ওর ওপর যেন বেশি চাপ না দেওয়া হয়। এক সময় ওর খারাপ সময় আসবে। প্রত্যাশা এমন জায়গায় যেন না যায় যে একটা-দুটো ম্যাচ খারাপ করলেই ওকে মানসিক চাপে ফেলে দেয়া হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের সবাইকে এই ব্যালান্সগুলো করতে হবে। ওর বয়স এখনও কম। ১০-১৫ বছর খেলতে পারলে সে এমন কিছু অর্জন করবে, বাংলাদেশের কেউ কখনো আগে যা করেনি। ০২ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে