বৃহস্পতিবার, ০৩ ডিসেম্বর, ২০১৫, ০৮:১১:২২

বিপিএলে আবারো জুয়াড়িদের ছাঁয়া, শক্ত অবস্থানে বিসিবি

বিপিএলে আবারো জুয়াড়িদের ছাঁয়া, শক্ত অবস্থানে বিসিবি

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর প্রথম আসর ছিল মোটামুটি ত্রুটিমুক্ত। তবে সেই আসরে খেলোয়াড়দের বকেয়া নিয়ে প্রশ্ন উঠেছিল। কিন্তু দ্বিতীয় আসর ছিল নানা অনিয়ম আর অসংলগ্নতায় ভরা। খেলোয়াড়দের বকেয়া পাওনা থেকে শুরু করে যুক্ত হয়েছিল ফিক্সিং কলঙ্কও। যার সাজা পেয়ে এখনো সব ধরণের ক্রিকেট থেকে নির্বাসনে মোহাম্মদ আশরাফুল। স্বাভাবিকভাবেই এবার তৃতীয় আসরে একটু বেশিই সতর্ক অবস্থানে রয়েছে আয়োজকরা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিজেই তৈরি করেছে দুর্নীতি দমন বিভাগ (আকসু)। কিন্তু এতো কিছুর পরও বিপিএল থেকে জুয়াড়িরা কিছুতেই পিছু ছাড়ছে না। বিপিএলের পেছনে ছায়ার মতোই লেগে আছে তারা। বিসিবি সূত্র থেকে জানা গেছে, এবারের আসরের শুরু থেকে এখন পর্যন্ত চারজন জুয়াড়িকে ধরেছে বিসিবি। মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম থেকে এদের ধরা হয়েছিল। এ চারজনই ছিল বিদেশি। পরবর্তীতে তাদের ছেড়ে দিয়েছে বিসিবি। এদের মধ্যে একজন ছিলেন লাইসেন্স করা জুয়াড়ি। বাজি ধরাই তার কাজ। বিপিএলের সাথে সাথে চট্টগ্রামেও পৌঁছে গেছে জুয়াড়িরা। বুধবার, দুই ডিসেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামেও এক ব্যক্তিকে ধরেছে বিসিবি। সাধারণের প্রবেশ নিষিদ্ধ এক জায়গায় মোবাইলে কথা বলছিলেন ওই ব্যক্তি। ওইখানে কথা বলা নিষিদ্ধ ছিল। তার চলাফেরা সন্দেহজনক দেখে তাকে ধরে স্টেডিয়াম থেকে বের করে দেয়া হয়। ৩ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/জুবায়ের/রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে