বৃহস্পতিবার, ০৩ ডিসেম্বর, ২০১৫, ০৯:১৩:১৫

২০১৫ সালে দুর্দান্ত পারফর্ম করায় বাংলাদেশিসহ আইসিসির রেকর্ডবুকে যারা

২০১৫ সালে দুর্দান্ত পারফর্ম করায় বাংলাদেশিসহ আইসিসির রেকর্ডবুকে যারা

স্পোর্টস ডেস্ক : শেষ হয়ে যাচ্ছে ২০১৫ সাল। আসছে নতুন বছর। ২০১৫ সালে দুর্দান্ত ক্রিকেট যারা খেলেছেন তাদেরকে রেকর্ডবুকে ঠাঁই দেয়া হয়েছে। ২০১৫ সাল ছিল বিশ্বকাপের বছর। বিশ্বকাপ, ঘরোয়া টুর্নামেন্ট, দ্বিপাক্ষীয় সিরিজ ও ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত খেলে আসাদের কাছে এরই মধ্যে ছুটে গেছে এই সুসংবাদ। এবার এক পলকে দেখে নেয়া যাক সেইসব ক্রিকেটারদের। টেস্টে দুর্দান্ত পারফর্ম করার দিক থেকে আইসিসি রেকর্ডে ঠাঁই পাওয়াদের তালিকাটি দেখে নিন- আইসিসি ২০১৫ টেস্ট একাদশ ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া) অ্যালিস্টার কুক (ইংল্যান্ড, অধিনায়ক) কেন উইলিয়ামসন (নিউজল্যান্ড) ইউনিস খান (পাকিস্তান) স্টিভ স্মিথ (অস্ট্রেলিয়া) জো রুট (ইংল্যান্ড) সরফরাজ আহমেদ (পাকিস্তান) উইকেট রক্ষক স্টুয়ার্ট ব্রড (ইংল্যান্ড) ট্রেন্ট বোল্ট (নিউজল্যান্ড) ইয়াসির শাহ্‌ (পাকিস্তান) জশ হ্যাজেলউড (অস্ট্রেলিয়া) এখানে ১২ তম অবস্থানে অশ্বিন (ভারত) আইসিসি ঘোষিত ২০১৫ ওয়ানডে একাদশ তিলকরত্নে দিলশান (শ্রীলঙ্কা) হাশিম আমলা (দক্ষিণ আফ্রিকা) কুমার সাঙ্গাকারা (শ্রীলঙ্কা) এবি ডি ভিলিয়ার্স (দ. আফ্রিকা, অধি:) স্টিভেন স্মিথ (অস্ট্রেলিয়া) রস টেইলর (নিউজিল্যান্ড) ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড) মোহাম্মদ শামি (ভারত) মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া) মুস্তাফিজুর রহমান (বাংলাদেশ) ইমরান তাহির (দ. আফ্রিকা) প্রসঙ্গত, ইংল্যান্ডের জো রুট এই তালিকায় ১২তম ক্রিকেটার হিসাবে রয়েছেন। ৩ ডিসেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে