বৃহস্পতিবার, ০৩ ডিসেম্বর, ২০১৫, ০৯:৪২:৪০

বাংলাদেশকে ঘিরে মুস্তাফিজুরের আকাশ ছোঁয়া স্বপ্ন

বাংলাদেশকে ঘিরে মুস্তাফিজুরের আকাশ ছোঁয়া স্বপ্ন

স্পোর্টস ডেস্ক: ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের(আইসিসি) বর্ষসেরা ওয়ানডে দলের একজন এই ‘কাটার মাস্টার’। খবরটি প্রকাশ হওয়ার পরপরই চট্টগ্রামে মুস্তাফিজের সামনে গণমাধ্যম। ক্যারিয়ারের মাত্র আট মাসের মধ্যে প্রথম বাংলাদেশি হিসেবে জায়গা মিলে গেল আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে। এমন খবর শুনে উচ্ছ্বসিত বাংলাদেশি বাঁহাতি এই পেসার। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ম্যাচ খেলে সংবাদ সম্মেলনে জানালেন তার স্বপ্নের কথা। বললেন, খুবরটি শুনেছি। আমি দারুণ খুশি। সবচেয়ে কনিষ্ঠ হিসেবে সুযোগ পেয়ে ভালোই লাগছে। আমি আমার দেশের জন্য আরও কিছু করতে চাই। বাংলাদেশকে ঘিরে আমার অনেক স্বপ্ন। তিনি আরও বলেন, ‘ খবরটি যখন প্রথম শুনলাম, তখন আমি মাঠে ছিলাম। সবাই অভিনন্দন জানিয়েছে। ওইসময় আমার অনেক ভালো লেগেছে। আমার দেশ থেকে আমি প্রথম।’ দেশের জন্য কিছু করার কথাও চেপে রাখলেন না, ‘আমার সময় চিন্তা থাকে ভালো বোলিং করার। আগে হোক আর পরে হোক সব সময় চিন্তা থাকে ভালো বোলিং করবো, দেশের হয়ে কিছু করার। বিশ্ব একাদশের মতো বাংলাদেশ যেন বিশ্বকাপটাও জয় করতে পারে, সেই ভাবেই ভবিষ্যতে খেলব। তবে এসব নিয়ে কখনো ভাবেননি তরুণ এই পেসার। ভাবনাটা ভালো পারফরম্যান্সকে ঘিরেই ছিল, ‘ওইভাবে আমি চিন্তা করি না। প্রথমে যখন আমাকে সুযোগ দেয়া হয়েছে আমার সব সময় ভালো খেলার চিন্তা ছিল। উপরওয়ালা আমাকে দিয়েছেন এ জন্য হয়েছে।’ ৩ ডিসেম্বর, ২০১৫/এমটি নিউজ২৪/জুবায়ের/রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে