বৃহস্পতিবার, ০৩ ডিসেম্বর, ২০১৫, ১০:১৮:২৮

রবি শাস্ত্রী এমন বেয়াদবের মতো আচরণ করবে তা ভাবিনি: হেইডেন

রবি শাস্ত্রী এমন বেয়াদবের মতো আচরণ করবে তা ভাবিনি: হেইডেন

স্পোর্টস ডেস্ক: ভারত সফররত দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের চলতি টেস্ট সিরিজ নিয়ে বিতর্ক এখন চরমে। বিতর্কের সুত্রপাত হয় মূলত ভারত-দক্ষিণ আফ্রিকার মধ্যেকার নাগপুর টেস্টকে ঘিরে। নাগপুরের উইকেট যেন একটা নরক-এমন তর্ক এখন ক্রিকেট মাঠ থেকে এবার একটু ব্যক্তিগত পর্যায়ে চলে গেছে। এর আগে পিচের সমালোচনা করে সাবেক অস্ট্রেলিয়ান ওপেনার ম্যাথু হেইডেন যে টুইট করেছিলেন, সেটির কড়া জবাব দিয়েছিলেন ভারতীয় দলের পরিচালক রবি শাস্ত্রী। এবার শাস্ত্রীকে জবাব দিলেন হেইডেন। নিজের লম্বা ক্যারিয়ারটাকে মনে করিয়ে দিয়ে হেইডেন বলেন, ক্রিকেটের ভালোর জন্য এই কথাগুলো বলার অধিকার তাঁর আছে! ভারত-দক্ষিণ আফ্রিকা তৃতীয় টেস্ট চলার সময় হেইডেন টুইট করেছিলেন, ‘বুঝতে পারছি না এত ভালো দলগুলোও কেন ফল আনার উদ্দেশ্যে পরিস্থিতির ফায়দা তুলছে। অসাধারণ মানসম্পন্ন দুটি দল।’ অস্ট্রেলিয়ার ওয়ানডে বিশেষজ্ঞ গ্লেন ম্যাক্সওয়েল তো এই পিচকে বলেছেন ‘নারকীয়’, ‘মাইনফিল্ড’। এতেই খেপেছিলেন ভারতীয় দলের শাস্ত্রী। অস্ট্রেলিয়ান খেলোয়াড়দের উদ্দেশে বলেছিলেন, ভারতের পিচ নয়, ঘরে বসে বরং নিজেদের পিচ নিয়ে মাথা ঘামানো উচিত তাঁদের। এবার এর উত্তর দিলেন হেইডেন। দিল্লিতে এক অনুষ্ঠানে সাবেক অস্ট্রেলিয়ান বলেন, ‘আমি ১০৩টি টেস্ট খেলেছি, কিছু বলার অধিকার নিশ্চয় আমার আছে। আমি যা বলছি ক্রিকেটের ভালোর জন্য। কিন্তু এর জন্য রবি শাস্ত্রী এমন বেয়াদবের মতো আচরণ করবে তা ভাবিনি। হেইডেনের টুইটের পরই অনেক ভারতীয় দর্শক তাঁর সমালোচনা করেছিলেন। কিন্তু খেলার প্রতি ভালোবাসা থেকেই টুইটটি করেছিলেন জানিয়ে হেইডেন বললেন, ‘ভারতের পিচ নিয়ে একজন অভারতীয় মন্তব্য করছে দেখে প্রায় ৮০ শতাংশ লোকই বলেছিলেন, “নিজের দেশ নিয়ে ভাবো।” তবে ২০ শতাংশ লোক ছিলেন যাঁরা খেলাটি বোঝেন, একে ভালোবাসেন। তাই আমাকে পছন্দ করুন আর না-ই করুন, তাঁরা আমার সঙ্গে একমত হয়েছিলেন।’-টাইমস অব ইন্ডিয়া। ৩ ডিসেম্বর, ২০১৫/এমটি নিউজ২৪/জুবায়ের/রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে