বৃহস্পতিবার, ০৩ ডিসেম্বর, ২০১৫, ১০:৫০:১১

বিপিএলের সব রেকর্ড ভেঙে চূড়মার করেছেন তামিম ইকবাল

বিপিএলের সব রেকর্ড ভেঙে চূড়মার করেছেন তামিম ইকবাল

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলছেন এই তামিম ইকবাল। বাংলাদেশ প্রিমিয়ার লিগ যখন নতুন এক প্লাটফর্মে যাচ্ছে তখন এই তামিম ইকবালের ব্যাটেই রংধনু। বাংলাদেশ প্রিমিয়ার লিগের আগের সব রেকর্ড ভেঙে চুরমার করেছেন নতুন তামিম ইকবাল। তামিম ইকবাল মূলতঃ পুরনো তামিমই। তবে তিনি জ্বলে উঠেছেন নতুন করে। নিজেকেই যেন বদলে ফেলেছেন তামিম ইকবাল। বিপিএল আসর থেকে বাদ পড়ার শঙ্কায় তামিমের দল চট্টগ্রাম ভাইকিংস। এই ব্যথায় তাড়িত হয়ে আফ্রিদিদের দেখিয়ে দেন নতুন ঝলক। এরই মাধ্যমে যোগ হয়েছে নতুন এক ইতিহাস। বিপিএলের ইতিহাসে সবচেয়ে বড় জুটির রেকর্ডের নায়ক তামিম। দেশ সেরা ওপেনার তামিম ইকবাল সাবেক লঙ্কান ধুন্ধুমার ওপেনার তিলকরত্নে দিলসানকে নিয়ে করেন এই রেকর্ড। বুধবার মুশফিক-আফ্রিদির সিলেটের বিপক্ষে দুইজনেই ১৪০ রানের ঝুটি গড়েন। তামিম ও দিলসান দুইজনেই ব্যক্তিগত ৬৭ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। আর এরই মধ্যে বিপিএলের সবচেয়ে বড় জুটির নায়ক হন তারা। ২০১৫ বিপিএল আসরে সবচেয়ে দাপুটে জয়ও এটি। এদিন ১৬ ওভার ১ বলেই জয়ের লক্ষ্যে পৌঁছে যান ওই দুই ওপেনার ব্যাটসম্যান। বিপিএলে এর আগে বড় রেকর্ড জুটি ছিল আবদুর রাজ্জাক ও শাহীদের ১৩৯ রানের জুটি। ৩ ডিসেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে