বৃহস্পতিবার, ০৩ ডিসেম্বর, ২০১৫, ১১:১১:৫৪

বিতর্ক চরমে, কোপা থেকে রিয়ালকে বাদ দেয়ার হুমকি

বিতর্ক চরমে, কোপা থেকে রিয়ালকে বাদ দেয়ার হুমকি

স্পোর্টস ডেস্ক: বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ক্লাব রিয়াল মাদ্রিদ কোপা ডেল রে ম্যাচে নিষেধাজ্ঞার মুখে থাকা উইঙ্গার ডেনিস চেরিসেভকে মাঠে নামিয়ে বিতর্কের মুখে পড়ে স্প্যানিশ জায়ান্টরা। বুধবার এই বিতর্কিত কর্মকাণ্ডের জন্য রিয়ালকে কোপা ডেল রের এবারের আসর থেকে বাদ করে দিতে পারে স্প্যানিশ ফুটবল কর্তৃপক্ষ। বুধবার কোপা ডেল রের শেষ ৩২ এর লড়াইয়ে কাদিজের মাঠ থেকে ৩-১ গোলের জয় নিয়ে বাড়ি ফেরে রিয়াল মাদ্রিদ। রিয়ালের হয়ে প্রথম গোল করা চেরিসেভ গত মৌসুমে এ্ই প্রতিযোগিতায় ভিয়ারিয়েলের হয়ে খেলার সময় তৃতীয় হলুদ কার্ড দেখে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হন। গতবার কোপা ডেল রের সেমিতে বার্সেলোনার কাছে ভিয়ারিয়েল হেরে যাওয়ায় এক ম্যাচের নিষেধাজ্ঞা এখনো কাটানো হয়নি চেরিসেভের। নিয়ম অনুযায়ী, বুধবার রিয়াল ম্যাচে এই রাশিয়ান স্ট্রাইকারের নিষিদ্ধ থাকার কথা। অথচ তাকে মাঠে নামিয়ে বিতর্কের মুখে পড়ে রাফায়েল বেনিতেজের দল। বুধবার ম্যাচ শেষে কাদিজ প্রেসিডেন্ট ম্যানুয়েল ভিকায়নো সংবাদ সম্মেলনে জানান, এই ঘটনায় তারা রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে স্প্যানিশ ফুটবল কর্তৃপক্ষের কাছে অভিযোগ করবেন। কাদিজের আইনজীবী ফ্রান ক্যানাল ম্যাচ শেষে বলেন, ‘আমি রিয়াল মাদ্রিদকে যথেষ্ট সম্মান করি। কিন্তু আমাদের সমর্থক এবং দলের সদস্যরা সব সময়ই নিজেদের জন্য সেরাটাই চাইবেন। যদি কোনো সুযোগ থাকে তবে অবশ্যই আমরা তাদের বিরুদ্ধে রিপোর্ট করবো।’ বুধবার খেলার শুরুতেই চেরিসেভের গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। তখন গ্যালারি থেকে কাদিজ সমর্থকরা চিৎকার দিয়ে বলে উঠেন, ‘চেরিসেভ নিষিদ্ধ, রাফায়েল বেনিতেজ, তুমি চেক করে দেখো।’ ৩ ডিসেম্বর, ২০১৫/এমটি নিউজ২৪/জুবায়ের/রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে