বৃহস্পতিবার, ০৩ ডিসেম্বর, ২০১৫, ১১:২২:৫৬

নয়া রেকর্ড গড়ায় মুস্তাফিজের প্রশংসায় যা লিখল ভারতীয় মিডিয়া

নয়া রেকর্ড গড়ায় মুস্তাফিজের প্রশংসায় যা লিখল ভারতীয় মিডিয়া

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের ক্ষীণকায় এক যুবকের নাম মুস্তাফিজুর রহমান। টাইগার নামের তকমা তাদের গায়ে লেখা। আইসিসিতে টাইগারের মত রেকর্ড করেছেন এই মুস্তাফিজ। কীর্তির পর মুস্তাফিজকে নিয়ে প্রতিবেদন প্রকাশ করে ভারতীয় মিডিয়া। জি নিউজ লিখেছে, বয়স মাত্র ২০ বছর ২ মাস ২৭ দিন। আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন মাত্র ৯টি। বল করেছেন ৪৫২টি। রান দিয়েছেন ৩২১। কিন্তু যে ঘটনা পৃথিবীর ইতিহাসে কম ঘটেছে তার মধ্যে অন্যতম একটির মালিক বাংলাদেশের বাহাতি বোলার মুস্তাফিজুর রহমান। ৯ ম্যাচেই মুস্তাফিজুরের ঝুলিতে রয়েছে ২৬টি উইকেট। ৫ উইকেট নিয়েছেন তিন তিন বার। আর সেরা পারফরম্যান্স ৪৩ রানে ৬ উইকেট। এই মুস্তাফিজুরই বাংলাদেশের প্রথম ক্রিকেটার যিনি ২০১৫ আইসিসি একাদশে জায়গা করে নিয়েছেন। এর আগে এই সম্মান কোনও বাংলাদেশী ক্রিকেটার পাননি। ভারতের হয়ে স্থান পেয়েছেন একমাত্র মুহম্মদ সামি। ২০১৫ আইসিসি একাদশের অধিনায়ক নির্বাচিত হয়েছেন দক্ষিণ আফ্রিকার এ বি ডি ভিলিয়ার্স। ৩ ডিসেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে